ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নোটিশ বন্যায় ডুবে গেছে সবজি ক্ষেত, বিপাকে কৃষক দূর্গাপুরে বন্যার পানিতে ডুবলো কৃষকের স্বপ্নের পান বরজ সীমান্তে বিজিবির অভিযানে মিয়ানমারের নাগরিকসহ আটক ২ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এখন সিলেটের জেলা প্রশাসক চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই, সচেতন হতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাচ্ছে একটি মহল: রুমিন ফারহানা

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি কারাগারে

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে

হৃদয় মোল্লা, শরীয়তপুর

শরীয়তপুরে চার সাংবাদিকদের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখ’কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।
ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতালের এক সংবাদ প্রকাশের জেরে গত ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজন। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে সুজনকে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের ওপর হামলা চালায় তারা। পরে সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) সাত জনের নাম উল্লেখসহ আরও আট থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুপুরে আসামিরা আদালতে হাজির হলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ি আঘাতের আমার দুই কান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যা উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আইনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয় জনকে আসামি করে একটি মামলা করেছিল ভুক্তভোগী এক সাংবাদিক। সেই ঘটনায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর বাকি পাঁচজন আসামিকে চার্জশিট না আসা অবধি ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়।’

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি কারাগারে

আপডেট সময় : ০৬:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

হৃদয় মোল্লা, শরীয়তপুর

শরীয়তপুরে চার সাংবাদিকদের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখ’কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।
ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতালের এক সংবাদ প্রকাশের জেরে গত ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজন। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে সুজনকে গুরুতর আহত করে। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের ওপর হামলা চালায় তারা। পরে সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) সাত জনের নাম উল্লেখসহ আরও আট থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুপুরে আসামিরা আদালতে হাজির হলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, ‘হাতুড়ি আঘাতের আমার দুই কান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যা উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, আইনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয় জনকে আসামি করে একটি মামলা করেছিল ভুক্তভোগী এক সাংবাদিক। সেই ঘটনায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামি নুরুজ্জামান শেখকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর বাকি পাঁচজন আসামিকে চার্জশিট না আসা অবধি ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়।’