আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির আলামতসহ ৪ জন ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া)।
জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানার পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল হোসেনের কাছ থেকে একটি ২০ মি.মি লোহার রড ও ১ টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, আসামী আসলামের কাছ থেকে ০১ টি ২০ মি.মি. লোহার রড়, আসামী মোঃ আরিফ মিয়ার কাছ থেকে ০১টি কালো রংয়ের প্লাস্টিকের হাতলযুক্ত চাকু এবং আসামী মোঃ আনিসের কাছ থেকে ০১টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা পুলিশকে জানায়- নিয়মিত ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসতেছে। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি বাসন থানা ৩০ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ধৃত এই ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বাসন ও সদর থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পাবনা সংবাদদাতা উজান থেকে নেমে আসা ঢলে পাবনায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে তিন…
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর রাজশাহীর দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে গেছে কৃষকের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে রোপণ…
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মিয়ানমার নাগরিক (আরাকান আর্মির…
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর…
ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী অভিযানে আলোচনায় আসা মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব পেলেন সিলেটে।…
উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে…
This website uses cookies.