সেলিম মিয়া, ফুলবাড়িয়া
ফুলবাড়ীয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রথমবারেরমতো সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কালাম (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হালিম (দৈনিক কালের কন্ঠ)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমূখর পরিবেশে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, নির্বাচন কমিশনার’র দায়িত্ব্ পালন করেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ নজরুল ইসলাম প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা করেন।
পদাধিকার বলে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে সভাপতি পদে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি-২ মো. নজরুল ইসলাম খান (দৈনিক আজকের ময়মনসিংহ), অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ (নিলু) (মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (আজকের পত্রিকা), ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্মাদক মো. শহিদুল ইসলাম (ঢাকা প্রতিদিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা মো. মনজুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন)। কার্যকরি সদস্য-৩ পদে আবুল কালাম আজাদ ওরফে কবির উদ্দিন সরকার হারুন (সমকাল)। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে মো: আলী আশরাফ (মুক্ত খবর), দপ্তর সম্পাদক পদে মো: হেলাল উদ্দিন (প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোত্তালিব দরবারী (ফিন্যান্স), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে মদন মোহন দাস (সাপ্তাহিক ইনকোয়ারী রিপোর্ট), কার্যকরি সদস্য-১ পদে রফিক আহমেদ মিঠু (যুগান্তর) এবং কার্যকরি সদস্য-২ পদে আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম খান (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক ফুলখড়ি এবং প্রতিনিধি যায়যায়দিন)। ফুলবাড়ীয়া প্রেসক্লাবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৯ জন। ভোটার উপস্থিতি শতভাগ ছিল।
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয়…
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
This website uses cookies.