জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে ওই কলেজের মাস্টার্স শেষ বর্ষের সাধারণ ছাত্র মাকসুদ। তিনি এক ভিডিও বার্তায় টাকা নেয়ার বিষয়টি কলে কতৃপক্ষ ও পুলিশের সামনে স্বীকার করেছেন।
মাকসুদ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশ টাকা নেননি বলে দাবি জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানের।
এর আগে মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ শাখার ছাত্র দলের আহবায়ক আকাশকে ফরম পূরণের টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করে রাখে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে জানা যায়, ৩৭ জন অর্সাস পড়ুয়া ছাত্রদের কাছ থেকে ফরম পূরণের টাকা মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল।
আরো পড়ুন—
ভিডিওতে মাকসুদকে বলতে শোনা যায়, ৩৭ জন শিক্ষার্থীর কাজ থেকে তিনি টাকা নিয়েছেন। পরে প্রশাসনিক জটিলতার কারণে ফরম পূরণ করতে পারেননি তিনি। পরে বাড়ি থেকে টাকা নিয়ে এসে কলেজ কতৃপক্ষ ও পুলিশের সামনে সবাইকে ফেরত দিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহছান জানান, সরকারি কলেজে ফরম পূরণের টাকাটি কলেজ শাখার আহবায়ক নেননি। মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল, সে স্বীকার করেছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সরকারি কলেজের বিষয়টি কলেজ কতৃপক্ষ দেখছেন। এছাড়াও কেউ যদি কোন লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
This website uses cookies.