শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফরম পূরণের টাকা ফেরত দিলো সেই মাকসুদ : আকাশ জড়িত নন

- আপডেট সময় : ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৫ বার পড়া হয়েছে
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে ওই কলেজের মাস্টার্স শেষ বর্ষের সাধারণ ছাত্র মাকসুদ। তিনি এক ভিডিও বার্তায় টাকা নেয়ার বিষয়টি কলে কতৃপক্ষ ও পুলিশের সামনে স্বীকার করেছেন।
মাকসুদ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশ টাকা নেননি বলে দাবি জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানের।
এর আগে মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ শাখার ছাত্র দলের আহবায়ক আকাশকে ফরম পূরণের টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করে রাখে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে জানা যায়, ৩৭ জন অর্সাস পড়ুয়া ছাত্রদের কাছ থেকে ফরম পূরণের টাকা মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল।
আরো পড়ুন—
- নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন : সেনাপ্রধান
- পুলিশের হাত থেকে পালালো ধর্ষণ মামলার আসামি : হাতকড়া উদ্ধার হলেও, ধরা পরেনি আসামি
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বোধন
ভিডিওতে মাকসুদকে বলতে শোনা যায়, ৩৭ জন শিক্ষার্থীর কাজ থেকে তিনি টাকা নিয়েছেন। পরে প্রশাসনিক জটিলতার কারণে ফরম পূরণ করতে পারেননি তিনি। পরে বাড়ি থেকে টাকা নিয়ে এসে কলেজ কতৃপক্ষ ও পুলিশের সামনে সবাইকে ফেরত দিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহছান জানান, সরকারি কলেজে ফরম পূরণের টাকাটি কলেজ শাখার আহবায়ক নেননি। মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল, সে স্বীকার করেছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সরকারি কলেজের বিষয়টি কলেজ কতৃপক্ষ দেখছেন। এছাড়াও কেউ যদি কোন লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।