আলি হায়দার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুর বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুনের সংবাদে তাঁর স্ত্রী আকলিমা বেগম (৬৭) স্টোক করে মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন উনার একমাত্র ছেলে প্রকৌশলী আবুল হায়াত (শাহেনশাদ)।
তিনি বলেন, ঘটনার সময় আমার মা পাশেই আমাদের একটি মুরগীর ফার্মে ছিলেন। তখন ঘরের জানলা ভেঙে ঘরের ভিতর কেরোসিন ঢেলে আগুন দেয় কে বা কাহারা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে, শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে আসেন, এবং মাকে ফোন দেন। শুনে মা চিৎকার করে দৌড় দিলে তিনি পড়ে যান। এর কিছুক্ষণ পর তিনি আগুনের বিষয়টি নিতে না পেরে স্টোক করেন। পরবর্তীতে তাকে নিকটস্থ ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, গত ৬ ফেব্রুয়ারিও আমাদের বাড়ির গেইট ভাঙচুর তারা, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পিছনে আগুন দেয়। এসময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তার নামে একাধিক মামলা করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.