আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় ডাকাতির প্রস্ততি গ্রহন করাকালীন ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৩ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন ই আলমের নেতৃত্ব বাসন থানার ওসি কায়সার আহম্মেদের নিরলস প্রচেষ্টায় একটি চৌকস আভিযানিক টিম গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় সুবহান মেম্বারের বাসার সামনের বালুর মাঠে পুলিশ অভিযানে যায়। এসময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের হেফাজত হইতে ০৪ (চার) টি রাম দা ও ০১ (এক) টি দা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হল- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার আবুলপাড়া এলাকার ব্যংঙ্গা ড্রাইভারের ছেলে মোঃ লিটন (২২), সে সদর থানার পোড়াবাড়ি এলাকায় বসবাস করে। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তাতকুড়া এলাকার মৃত আসেদ আলীর ছেলে মোঃ হৃদয়(১৯), সে বাসন থানার ইটাহাটা এলাকায় বসবাস করে। সদর থানার সালনা এলাকার রজব আলীর ছেলে মোঃ সৌরভ, কক্সবাজার জেলার চকরিয়া থানার বাড়ামোহরী এলাকার মোঃ হাসু মিয়ার ছেলে বেলাল মিয়া(২৩) ও পশ্চিম কোনাখানী এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ রায়হান (২৯)। তারা বাসন থানার আউটপাড়া এলাকায় বসবাস করে। এঘটনায় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় বাসন থানায় ৩৯ নং মামলাটি রুজু করা হয়েছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহম্মেদ জানান, চুরি, ছিনতাই, মাদক, ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে বাসন থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.