ফারুক আহমেদ, নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জলাতঙ্ক ইউনিটে গেলো এক মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট চলছে। ফলে অর্থ খরচ করে বাইরে থেকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে রোগী ও স্বজনদের। বিড়াল, কুকুর ও শিয়ালের কামড় কিংবা আঁচড় দেওয়ার কারণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হয় জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে।
কিন্তু গেলো এক মাস ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জলাতঙ্ক ইউনিটে এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। জলাতঙ্ক ইউনিটের ইনচার্জ ডা. প্রজ্ঞানন্দ নাথ বলেন, ‘বিড়াল, কুকুর ও শিয়ালের কামড় কিংবা আঁচড় দেওয়ার কারণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হয় জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পেতে। তিন ডোজের এই ভ্যাকসিন নিতে প্রতিদিন জলাতঙ্ক ইউনিটে এক থেকে ১৫০ রোগী আসেন। কিন্তু এই ভ্যাকসিন গত এক মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় আমরা রোগীকে দিতে পারছি না।
বাইরে থেকে রোগীকে কেনার জন্য পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন করা হচ্ছে।’ তবে দ্রুতই এই ভ্যাকসিন সরবরাহ পাওয়া যাবে এমনটাই জানান তিনি। নগরীর এস কে হাসপাতালে জলাতঙ্ক ইউনিটে বিড়ালের কামড় খেয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছেন কলেজশিক্ষার্থী সুমাইয়া (২০)।
ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে কেনার জন্য চিকিৎসক প্রেসক্রিপশন করে দিয়েছেন। তিনি জানান, ঘরে লালন-পালন করা বিড়ালকে গোসল করানোর সময় হাতের আঙুলে কামড় দিয়েছে। জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য এস কে হাসপাতালের জলাতঙ্ক ইউনিটে এসেছিলেন ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু সরবরাহ না থাকায় ভ্যাকসিন নিতে পারেননি। এখন বাইরে থেকে টাকা খরচ করে ভ্যাকসিন কিনে নিতে হবে এমনটাই জানান তিনি। শুধু সুমাইয়া না, সকাল থেকেই জলাতঙ্কে ইউনিটে অসংখ্য রোগী আসছেন অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেওয়ার জন্য।
ভ্যাকসিন না পেয়ে প্রেসক্রিপশন নিয়েই তারা বাড়ি ফিরে যাচ্ছেন। কুকুরের কামড় খেয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছিলেন ময়মনসিংহ সদরের চরঈশ্বরদিয়া গ্রামের কৃষক নিজামুদ্দিন (৪৫)। ভ্যাকসিন না পেয়ে তিনিও বাড়ি ফিরে গেছেন।
কৃষক নিজামুদ্দিন বলেন, ‘সরকারিভাবে ভ্যাকসিন পেলে আমাদের মতো গরিব কৃষকদের টাকা খরচ করতে হয় না। সরবরাহ না থাকায় হাসপাতালের জলাতঙ্ক ইউনিট থেকে ভ্যাকসিন দিতে পারে নাই। বাইরে থেকে ভ্যাকসিন কিনে বাড়ি ফিরে যেতে হবে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দীন খান জানান, সরকারিভাবে সরবরাহ না থাকায় ভ্যাকসিন রোগীদের দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই ভ্যাকসিন পাওয়া যাবে।
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
This website uses cookies.