সরকার আরিফ ইখতেখার, সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় গত ২৮ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের ছেঁচানিয়া কালভার্ট নামক স্থানে সডকের ওপড় গাছ ফেলে ডাকাতির ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাঁথিয়া থানায় প্রেস ব্রিফিং করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো.শাহজাহান, পিপিএম বার, পিএইচডি।
তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান,পাবনার সাঁথিয়ায় ডাকাতির যে ঘটনা ঘটেছে সে ঘটনার জন্য পুলিশের পুরো ইউনিট তৎপরতার সাথে কাজ করছে।যারা ডাকাতি করেছে এবং কোন কোন জায়গা থেকে এসেছে তা চিহ্নিত করা হয়েছে।পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে।এ বিষয়ে তথ্যউপাত্ত সংগ্রহ করতে পুলিশের সিআইডি,পিবিআইসহ পুরো ইউনিট সহযোগিতা করেছে। ডাকাতির ঘটনায় যেসব মালামাল হারিয়েছে সেগুলো উদ্ধার করার চেষ্টা চলছে এবং যে মামলাটি হয়েছে আশা করছি তার সফলতা খুব অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় ডাকাতরা যে জায়গাটি পছন্দ করেছে তা বিলের মাঝখানে। সেখান থেকে তারা ঘটনা ঘটিয়ে অনায়াসে সরে যেতে পারে। এক্ষেত্রে পুলিশি রণপাহাড়া জোড়দারের চেষ্টা করা হয়েছে। ইতোপূর্বে যে সকল স্থানে ডাকাতি হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে।যারা ডাকাতির সাথে সরাসরি অথবা দুরত্বের সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রেখেছিল তাদের নেটের আওতায় আনা হয়েছে।বিশেষ করে জেল থেকে বের হয়ে একই কাজে জড়িত হয়েছে তাদের প্রতি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা বিমানবন্দর,হাটিকুমরুল,বগুড়া,গাইবান্ধা,রংপুরসহ যে সকল রুট থেকে ডাকাতরা আসে তা শনাক্ত করা হয়েছে।তিনি আরো বলেন, স্থানীয় লোক ছাড়া চুরি,ডাকাতি করা সম্ভব না। স্থানীয় যে লোক ঘটনার সাথে জড়িত ছিল তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেগুলো প্রতিফলন করার চেষ্টা করা হচ্ছে।দু’একদিনের মধ্যেই একটি ভালো খবর দিতে পারবো বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অপরাধ) টুটুল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান,পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল লতিফসহ পুলিশ সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মধ্যরাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক সড়কের ছেঁচানিয়া কালভার্ট নামক স্থানে সডকের ওপড় গাছ ফেলে ট্রাক, মাইক্রোবাস,সিএনজি চালিত অটোরিকশাসহ বেশ কিছু গাড়িতে গণ ডাকাতি হয়। এ ঘটনায় পাবনা সদর উপজেলার বিদেশ ফেরৎ শাহিন মন্ডল নামে এক ব্যাক্তি বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় কেউ গ্রেপ্তার ও মালামাল উদ্ধার হয়নি।
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
This website uses cookies.