ফেব্রুয়ারিতে ১৭০ কোটির চোরাচালান জব্দ, আটক ৯৪৪

প্রলয় ডেস্ক

ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মিয়ানমারের ৯৩১ জন নাগরিককে আটকের পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাশাপাশি ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রুপা, ৮ হাজার ৭৮৪টি শাড়ি, ৬ হাজার ৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৭ হাজার ২০৪টি তৈরি পোশাক, ১২ হাজার ২০২ মিটার থান কাপড়, ৩ লাখ ৩৯ হাজার ৯২০টি কসমেটিকস সামগ্রী, ৭ হাজার ১৬৬টি ইমিটেশন গহনা, ১৬ লাখ ৮৬ হাজার ৭৩৯টি আতশবাজি, ৬ হাজার ৭৮২ ঘনফুট কাঠ, ২ হাজার ৪৩৪ কেজি চা পাতা, ৪৮ হাজার ৮৩৯ কেজি সুপারি, ২ লাখ ৬৯ হাজার ৮২৪ কেজি চিনি, ৪ হাজার ৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩ হাজার ৮২০ কেজি কয়লা, ১ হাজার ৩১০ ঘনফুট পাথর এবং ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল।

এছাড়া ৫৫৯টি মোবাইল, ৩ হাজার ৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০ হাজার ৬২৪টি চশমা, ৬৭ হাজার ১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪ হাজার ৩৩৬ কেজি পেঁয়াজ, ২ হাজার ৪৮৩ কেজি রসুন, ১৩ হাজার ৪০৬ কেজি জিরা, ২ হাজার ৮৩৫ কেজি কিসমিস, ১ লাখ ৯১ হাজার ৫৯১ পিস চকোলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, দুটি বন্দুক, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, একটি মর্টার শেল ও ৬৯টি হাতবোমা।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৮৭৮ গ্রাম হেরোইন, ২ কেজি ২৯৭ গ্রাম কোকেন, ২৩ হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৯৩৫ বোতল বিদেশি মদ, ১৬০ লিটার বাংলা মদ, ৭১৩ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬৯৩ কেজি গাঁজা, ৩ লাখ ৪০ হাজার ২৪২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪০ হাজার ৯১৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৭৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২০৮ বোতল এমকেডিল/কফিডিল, ৬ লাখ ৯৭ হাজার ৮৭২ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট এবং ৫৯ হাজার ৯৬৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট। এছাড়া বান্দরবানে ২৮.৫ একর পপি করা হয়েছে।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

প্রলয় ডেস্ক

Recent Posts

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…

1 hour ago

সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…

1 hour ago

ভাষাসৈনিক আহমদ রফিক গুরুতর অসুস্থ

আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…

1 hour ago

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…

1 hour ago

ডাকসু নির্বাচনে শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…

1 hour ago

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…

1 hour ago

This website uses cookies.