নিজস্ব সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার প্রাইভেট ক্লিনিকের সিজারে গর্ভবতী মায়ের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গাইনী চিকিৎসক ডাঃ শারমিন আক্তার সুইটির ভুল চিকিৎসায় গর্ভবতী মায়ের মৃত্যু বলে পোস্ট করে। রাতারাতি বিষয়টি ভাইরাল হলে নড়েচড়ে বসে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৯ মার্চ) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ শারমিন আক্তার সুইটি ও আবাসিক মেডিকেল অফিসার এনেস্থিয়া ডাঃ গোপাল চন্দ্র সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন। লিখিত বক্তব্যে ডাঃ শারমিন আক্তার সুইটি বলেন, গত মাসের ১৬ই ফ্রেব্রুয়ারি তারিখে ভাঙ্গার প্রাইভেট ক্লিনিক গ্রীন হাসপাতালে শ্রাবণী আক্তার নামে একজন প্রসূতি মায়ের সিজার হয়। সে ভাঙ্গা পৌর এলাকার গজারিয়া গ্রামের শাহ আলমের সহধর্মিণী।
গর্ভবতী অবস্থায় ঐ প্রসুতি মা গত কয়েক মাস আগে আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন। শনিবার (৮ই মার্চ) ঐ মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থার পাশাপাশি সংবাদ সম্মেলন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহ্বান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়টি নিয়ে প্রাইভেট ক্লিনিক গ্রীন হাসপাতালের কর্তৃপক্ষ প্রধান মাসুদ জানান, ঐ মায়ের সিজার এই হাসপাতালে হয়েছে। তবে সিজারটি ভাঙ্গা সরকারি হাসপাতালের কোন চিকিৎসকেরা করেন নাই। গত মাসের ১৬ তারিখে আমাদের গ্রীণ হাসপাতালের চিকিৎসক দিলসাত বেগমকে দিয়ে প্রসূতি ময়ের সিজার করানো হয়। সিজার পরবর্তী সময়ে প্রসূতি মা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে যায়।
পরবর্তীতে আমরা জানতে পারি ঐ মা শারীরিক ভাবে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল ভর্তি হয়। তার অবস্থার আরো অবনতি হলে ফরিদপুর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই প্রসূতি মায়ের মৃত্যুর খবরটি জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি মহল ভুল পোস্ট করে ডা. শারমিন সুইটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব ঐ ফেসবুক আইডির বিরুদ্ধে।
প্রলয়/মোমিন-তালুকদার
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.