শামীম উল হক, কাশিয়ানী সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১০ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।
এ সময় নারীরা বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দিয়ে শোভাযাত্রায় অংশ নেন, যা তাদের অধিকার ও সমতা ও ক্ষমতায়নের দাবি জানানোর প্রতীক হিসেবে উঠে আসে।
পরে উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকীর সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মৌসুফা বিন্তে রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার মাহমুদ, পুলিশ সাব-ইন্সপেক্টর ইসমত ইরা, সাংবাদিক ফায়েকুজ্জামান, নিজামুল আমল মোরাদ।
আরো পড়ুন—
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং সমাজের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরো বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমতা অর্জন না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে জাতীয় উন্নয়ন সম্ভব নয় এছাড়া, অনুষ্ঠানে নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। নারী দিবসের এ কর্মসূচি সকল স্তরের মানুষকে নারী অধিকারের গুরুত্ব উপলব্ধি করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য- আলোচনা সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নাহিদা খানম ও গীতা পাঠ করেন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক জয়া সরকার।
প্রলয়/মোমিন তালুকদার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
This website uses cookies.