পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

খুন ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ । নতুন করে শুরু হয়েছে ফসলী জমি করা, হচ্ছে ঘের ও পুকুর খনন। সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউপির তেলিখালী ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইয়াসিন মোল্লা পুত্র মো. সুলতান মোল্লা ও তার পরিবার।

মঙ্গলবার (১১ মার্চ) ইফতারের পর পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলনের অয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিন পাতার লিথিত বক্তব্য তুলে ধরেন ভোক্তভোগী সুলতান মোল্লার হয়ে তার চাচা মো: ইয়াসিন মোল্লা। এ সময় তাদের সাথে স্থানীয় পাড়া প্রতিবেশিসহ সুলতান মোল্লার মা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ভোক্তভোগী সুলতান মোল্লার হয়ে তার চাচা বলেন, আমাদের নিজ ক্রয়কৃত ফসলী জমি যাহা দীর্ঘদিন যাবত আমি ও আমার পরিবারের সদস্যরা ভোগ করে আসছি। আমার বা আমাদের পরিবারের কারও সাথে কোন দিন আমার নিজ এলাকা বা বর্তমানে পেশাগত স্থানে কোন ব্যাক্তির কোন প্রকার বিবাদ নেই, আমার পিতা মারা যাবার পর আমি আমার মাকে নিয়ে খুব কষ্টে কোনরকম দিনযাপন করে আসছি ।

বিগত ২০১৩ সালের অক্টোবর মাসের ১০ তারিখ শুক্রবার সাবেক স্বরাষ্টমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্সাল (অব:) জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি মহোদয়ের রাজনৈতিক কর্মসূচী পালনে অংসগ্রহণ করিলে আমাকে সে সময় থেকে আজ অবদি বিভিন্ন সময়ে স্থানীয় ভূমিদস্যু ও মাদক ব্যাবসায়ী বাংলাদেশ কৃষকলীগের পটুয়াখালী জেলা শাখার ২৫ নং সদস্য কৃষি পণ্য ও ফসল বিষয়ক সম্পাদক মো. নাসির মৃধা বিভিন্নভাবে কখনো জমি জবর দখল আবার কখনো অনৈতিক ভাবে নানান অযুহাতে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে শারীরিক ভাবে লাঞ্চিত হতে হয়েছে আমাদের। গত ৫ ই আগষ্ট জুলাই বিপ্লবের পর সারা দেশের ন্যয় আত্মগোপনে চলে যায় মাদক ব্যাবসায়ী খুনি নাসির মৃধা।

সম্প্রতি সময়ে ছয় মাস পার হলে আবার উদয় হয় নাসির মৃধার। এরপর দিনের বেশির ভাগ সময়ে আত্মগোপনে থাকলেও রাতে তাকে সক্রিয় হতে দেখা যায়। বিগত দিনে নাসির মৃধার ছেলে শাহিন মৃধার মাদক ব্যবসা ও সন্ত্রাসী তাণ্ডব করে বেড়ানো এবং কালো টাকা আর সরকারি জমি জবর দখল করে ব্যাপক অর্থভিত্তর মালিক বনে জান নাসির মৃধা। অবৈধ ভাবে অর্জিত কালো টাকার ফলে বিভিন্ন সময়ে মাদক, খুন, হামলা, লুটের মতন ঘটনার হাত থেকে রেহাই পেয়ে যেতো। বিভিন্ন সময়ে নানান অপরাধে মামলায় অভিযুক্ত হলেও কালো টাকার প্রভাবে সব সময়ে ছিলো নিরপাদ দূরত্বে।’

লিখিত বক্তব্য পাঠকরা শেষে ভোক্তভোগী সুলতান মোল্লা বলেন, নাসির মৃধা ও তার ছেলের মাদক ব্যবসা এবং খাল দখল করে পাঁকাভবন নির্মাণ করা এবং নিজ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোড় করে কেনাকাঁটা করতে বাদ্ধকরাসহ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, খুনের মতো মামলার আসামীদের হাত থেকে আমি ও আমার পরিবার যাতে করে নিজ ফসলী জমি জমি ফিরে পেতে পাড়ি তার জন্য বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানাই।

তিনি আরও বলেন, ঘায়ের জোড়ে ঘের খননের বিষয়টি বিভিন্ন পেপার ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।
সংবাদ প্রকাশের পর কথিত কিছু সাংবাদিক মিথ্যার আশ্রয় নিয়ে সত্য তথ্য আড়াল করে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তা নিয়ে ঐ কথিত সাংবাদিকগণ সমালোচনার তোপে পড়ে। গণমাধ্যম কর্মীরা সত্য প্রকাশে অবিচল থাকবে আশা রাখি।

সংবাদ সম্মেলনে আগত স্থানীয়রা জানান, আমরা সব-সময় তার অত্যাচারের ভয়ে থাকতাম, কোন কিছু তার মতের বিরুদ্ধে গেলে তাকে হতে হয়েছে গ্রাম ছাড়া অথবা মিথ্যা মামলার অসামী হয়ে যেতে হয়েছে জেলে, তার জন্য আমরা এতোদিন কিছু বলতে পারি নাই, আমরা চাই বর্তমান সময়ের দেশের আইনী ব্যাবস্থা ভালো এ সময়ে এদের বিরুদ্ধে বলা দরকার।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ভোক্তভোগীদের কাছে উক্ত বিরোধ কৃত জমির মালিকানা কাগজ এবং নাসির মৃধার বিরোধ্যে মাদক ও খুনের মামলার যে অভিযোগ করা হলো তার কোন দালিক প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে সুলতান মৃধা বলেন, বিরোধকৃত জমির মালিকানা কাগজ আমাদের বৈধ এবং আমরা উক্ত জমি ভোগ দখল করে আসছি যার রেজিষ্টারি দলিল রয়েছে এবং খুন, মাদক, জমি ও সরকারি খাল জবর দখল, শিক্ষা প্রতিষ্ঠানে হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে যার প্রমাণ ভালো করে তদন্ত করলে সব উঠে আসবে বলে তিনি দাবি করেন।

এ সময়ে সুলতান মোল্লার মা জানান, তার স্বামির রেখে যাওয়া চাষের ফসলী জমি টুকো সরকার বাহাদুর ও প্রাশসনের কর্তা ব্যাক্তিরা ঐ ভূমিদস্যুর হাত থেকে জমি রক্ষা করে আমাকে ফিরিয়ে এনে দেন এবং আমার সন্তানদের ওর হাত থেকে রক্ষা করেন, নাসির মৃধা প্রতি রাতে আমাকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলবে ওর হাত থেকে আমাদের রক্ষা করেন ।

প্রলয় ডেস্ক

Recent Posts

বাংলাদেশ খেলাফত মজলিস’র ত্রিশালে মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস সিকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন…

55 minutes ago

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা…

3 hours ago

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

11 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

17 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

17 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

18 hours ago

This website uses cookies.