শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া
কক্সবাজারের পানেরছড়া ঢালায় (১৮ মার্চ) দুপুর ২টার দিকে পালকি বাস ও সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সিএনজি চালকসহ দুই জনের অবস্থা গুরুতর। নিহত যুবকের নাম মোহাম্মদ রায়হান (২৬)। তিনি উখিয়ার কোর্টবাজার এলাকার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ তাহের ও হাজেরা বেগমের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছানোর পর রায়হানকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের স্ত্রীও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ব্যাপক ক্ষতিসাধন করেছে, এবং নিহতের পরিবার শোকস্তব্ধ।
রায়হানের মা, হাজেরা বেগম, ছেলের মৃত্যুর খবর শুনে সৎভাবে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের চারপাশ। বারবার একই প্রশ্নে মেতে ওঠেন, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? এই হৃদয়বিদারক দৃশ্য দেখে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে যান।
রায়হানের স্বজন আব্দুর রহমান বলেন, হঠাৎ আমরা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। এসে দেখি রায়হান আমাদের মাঝে নেই। তার স্ত্রী এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রায়হানের চাচাতো ভাইও জানান, আমরা শুনে দ্রুত হাসপাতালে এসেছি, কিন্তু সময় থাকতে পারলাম না। এখন শুধু একটাই চিন্তা, রায়হান নেই, আর তার স্ত্রী চিকিৎসাধীন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি।
নিহতের পরিবার শোকে মুহ্যমান হলেও, তার স্ত্রীকে নিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছেন তারা। ২ মাস আগে রায়হান এবং তার স্ত্রীর বিয়ে হয়েছিল, তবে আনুষ্ঠানিকতা এখনও বাকি ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার নতুন সংসারের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
এদিকে, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং বাস ও সিএনজির চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশে ট্রাফিক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি উঠেছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.