ত্রিশালে জনতার হাতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আটক, রহস্যজনক কারণে ব্যবস্থা নেয়নি প্রশাসন

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওএমএসের ১৫ বস্তা চাল অবৈধভাবে সরানোর সময় আটক করে জনতা। ঘন্টা দুয়েক এই চাল আটক রেখে স্থানীয় প্রশাসনকে সংবাদ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় চাল নিয়ে যায় অবৈধ চক্র।

জানাযায়, মঙ্গলবার ( ১৮ মার্চ) থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২৩ টি পয়েন্টে ২৪৫৩৯ হাজার উপকোরভোগীর মাঝে ৬৭৬ টন চাল বরাদ্ধের প্রেক্ষিতে ১০টি পয়েন্টে ১৫ টাকা মুল্যে এ চাল বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ত্রিশাল পৌরসভার কেরানী বাড়ির মোড়ে স্থানীয় এলাকাবাসী সরকারী বস্তা বন্ধি ১৬ বস্তা চাল সহ ভ্যান আটক করে। এসময় ভ্যানচালক জানান, ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া চাল বিতরন কেন্দ্র থেকে এ চাল সংগ্রহ করে স্থানীয় কালোবাজারী আবুল। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা খাদ্য কর্মকর্তাকে জানালেও কোন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়নি। পরে কালোবাজারী আবুল স্থানীয়দের হুমকি ধামকি দিয়ে প্রভাব খাটিয়ে সে চাল তার গুডাউনে নিয়ে যান বলে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে একটি ভ্যানে করে ১৫ বস্তা চাল যেগুলোর গায়ে লেখা শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্ধেশ এ লিখা দেখে আমরা আটক করলে ভ্যান চালক জানান সরকারী চাল ক্রয় করে স্থানীয় আবুল হোসেন তার গোডাউনে নিয়ে যাছে। পরে আমরা ইউএনও খাদ্য অফিসারকে জানালে তারা কেউ আসেনি। পরে আবুল প্রভাবশালীদের নিয়ে এসে আমাদের হুমকি দিয়ে চাল নিয়ে যায়। স্থানীয়দের দাবী উপজেলা খাদ্য কর্মকর্তার যোগসাজশে এ দুর্নীতি আর কালোবাজারী হয়ে থাকে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াস আহমেদ উপজেলা সহকারী উপ খাদ্য পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানোর দাবী করলেও বাস্তবে লাইলিকে ঘটনাস্থলে দেখেনি স্থানীয়রা। শেখ হাসিনার লগো সম্বলিত বস্তা নিয়ে তিনি বলেন এ ব্যাপরে ওসিএলএসডিকে নির্দেশ দিয়েছি বাস্তবায়নের দায়িত্ব তিনি পালন করার কথা।

দেবব্রত বিশ্বাস বলেন, শেখ হাসিনার লগো সম্বলিত কোন বস্তা আমার গোডাউন থেকে যায়নি। প্রতিটি বস্তা নিজ হাতে মুছে দিয়েছি। তবে তাঁর দাবীর সাথে মিল নেই বাস্তবতার। প্রতিটি ডিলারের দোকানে থাকা চালের বস্তায় রয়েছে শেখ হাসিনার লগো সম্বলিত বস্তা। এ বিষয়ে দেবব্রত বিশ্বাসের বক্তব্য নেওয়ার পর তাঁর অফিসের লেবার আবুল কাশেম কে দিয়ে ফোন করিয়ে সংবাদ প্রকাশ না করতে এবং দেখা করতে বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি বিষয়টি শুনার পর খাদ্য কর্মকর্তাকে ব্যবস্থার নেয়া নির্দেশ দিয়েছি। যদি ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে এ ব্যপারে তাকে জবাবদিহির আওতায় আনা হবে। বস্তার গায়ে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, এই বস্তা গুলো পুরাতন তাই বস্তার গায়ের লেখাগুলো মুছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিলো। যদি না মুছে থাকে তাহলে এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

11 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

13 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

20 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

26 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

This website uses cookies.