ভালুকায় তাঁতীদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ১

আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের ঠিকাদার ও ভালুকা উপজেলা তাঁতীদল নেতা জাহাঙ্গীর খানকে কুপিয়ে জখম করে আড়াইলাখ টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঠিকাদার উপজেলা তাঁতীদল নেতা জাহাঙ্গীর হলেন উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গীপাড়া এলাকার মোঃ মফিজ উদ্দিন খানের ছেলে।

গ্রেফতারকৃত আসামী হল- একই এলাকার আসাদুলের ছেলে নাহিদ (১৮)।
এছাড়াও তার ভাই নাজিম ওরফে বাবু (২৫), মৃত সিরাজ বেপারীর ছেলে আসাদুল (৫২) এবং গাজীপুরের কালিয়াকৈর থানার গাছবাড়ী এলাকার সানোয়ার হোসেনের ছেলে অমিত হাসান সাগর (২৫) পলাতক রয়েছে।

জানা যায়, ভুক্তভোগী নিজ বাড়ী থেকে ভরাডোবা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলে পথেমধ্যে পুরুড়া নারাঙ্গীপাড়া এলাকায় গ্লোরী স্পিনিং মিলের সামনে গ্রেফতার হওয়া আসামীসহ অপরাপর আসামীরা তাদের হাতে থাকা দা, ছুরি, লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করা মাত্রই ভুক্তভোগীকে এলোপাথারি মারপিট শুরু করে। এর ফলে উনার শরীলের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও বেদনা দায়ক জখম হয়। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে ভুক্তভোগীর মাথার পিছন অংশে স্বজোরে কোপ মেরে কাটা রক্তাক্ত গুরুত্বর জখম করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রক্ত জমাট বেদনাদায়ক জখম করে। আহত অবস্থায় ভুক্তভোগী মাটিতে পড়ে গেলে তাহার পরিহিত প্যান্টের পকেটে থাকা আড়াই লাখ টাকা এবং ৯৩ হাজার টাকা মূল্যের একটি স্যামস্যাং এড্রোয়েট মোবাইল সেট অভিযূক্তরা ছিনিয়ে নেয়।

এসময় ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসতে থাকলে ভুক্তভোগীকে খুন জখমের হুমকি প্রদান করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ্য হয়ে ভুক্তভোগী ভালুকা মডেল থানায় গত রবিবার (৩০ মার্চ) পেনাল কোডের ১৪৩/ ৩২৩/ ৩২৬/ ৩৪১/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ ধারায় ৫০ নং মামলাটি দায়ের করে।

ভুক্তভোগী ঠিকাদার জাহাঙ্গীর খান দৈনিক প্রলয়ের এই প্রতিবেদককে জানান, পলাতক আসামীরা এই মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে খুনসহ মিথ্যা মামলা দায়ের করার ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। ভুক্তভোগী উনার নিরাপত্তাসহ এঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

সরেজমিনে গেলে প্রতিবেদককে এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত আসামী নাহিদসহ তার বাহিনী সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের ছত্রছায়ায় অভিযূক্তরা বিভিন্ন অপরাধ জনক কর্মকাণ্ড করে আসছে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ও জিম্মি পুরো এলাকাবাসী। ভবিষ্যতে এলাকায় অপরাধ জনক কর্মকাণ্ড বন্ধে পুলিশি তৎপরতা বৃদ্ধি করার দাবি স্থানীয়দের। সেই সাথে এই সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

এবিষয়ে ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, মামলা দায়েরের পর এই সন্ত্রাসী নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্তে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল হুদা খান প্রতিবেদককে জানান, থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক সহ সকল ধরণের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে অপরাধীদের তথ্য প্রদান করতে গণমাধ্যমসহ সুশীল মহলের সহযোগীতা চেয়েছেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

9 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

12 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

18 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

24 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

This website uses cookies.