আব্দুস সামাদ, পাটগ্রাম
বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত। অন্য দেশে কি হচ্ছে সেই দায় বা প্রতিশোধ সংখ্যালঘুদের উপর নেয়া যাবে না।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ, বুড়িমারী স্থল বন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বুড়িমারী স্থল বন্দর পরিদর্শনকালে তিনি বলেন, লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের ব্যাবসায়ীক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেনো আগামী জুন-জুলাইয়ের বাজেটে এই মহাসড়কটির বরাদ্দ প্রদান করেন ও এবারেই এটি উদ্বোধনের ব্যাবস্থা করেন।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮ টি পন্য আমদানি করা যায় না। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে যেসব পন্য আমদানি করা যায় এরকম পন্য আমদানি করতে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
একদিনের সাংগঠনিক সফরে এসে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে তিনি এসব কথা বলেন।
বিকালে পাটগ্রাম টি.এন স্কুল এন্ড কলেজ মাঠে সংবাদ সম্মেলন শেষে, টিএন স্কুল মাঠে এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজুর স্মরণ সভায় আলোচনা সভায় যোগদান এবি পার্টির জেনারেল সেক্রেটারি
ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া ও দ: কোরিয়ার মত দেশ এগিয়ে যাওয়া সম্ভব।
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.