জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে পৌর বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল রাতে পৌর শহরের ঈদগাহ মাঠ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পৌর বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, ২ নং যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব। আরো উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন, জেলা বিএনপি’র সদস্য, প্রফেসর রফিক, আবু দারদা হেলাল ডাঃ মারুফ, সাবেক পৌর নেতা ইলিয়াস হোসেন প্রমুখ।
মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবকে কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক ও আব্দুল আলীমকে সদস্য সচিব করে গত ২৬ শে মার্চ রাতে একটি ৪১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন রফিকুল ইসলাম রানা, রুহুল আমিন খান টিপু, ওয়াহেদ রানা, ওমর ফারুক, জয়নুল আবেদীন মাসুম, আলতাব হোসেন, মহিবুল হুদা রবিন,জাফরুল হক জনি।
এছাড়া পৌর বিএনপির সদস্য পদে আছেন, আবুল কালাম আজাদ, তাজ উদ্দিন,পাখি সরকার, রাজু আহমেদ, আমিনুল ইসলাম, নুর আলম,বেলাল হোসেন, মনজুর রহমান মনজু, শরিফুল ইসলাম, জাফর আহমেদ,আব্দুর রহিম ভরসা,মিজানুর রহমান মিজান , মিজানুর রহমান মিজান ,এনামুল হক,এনামুল হক এনা কামরুজ্জামান,এনামুল হক এনা ,রাজুআহমেদ,জুলফিকার আহমেদ লিপন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোস্তফা কামাল বিজু, জাহিদুল ইসলাম জাহিদ,মোঃ ফরহাদ হোসেন, আব্দুল হালীম, বাবলু মিয়া, নুর আলম (ভেলাকোপা), আঃ খালেক নাদিম আহমেদ আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, জুয়েল আহমেদ লানজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ৫ ই আগস্টের পর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে যারা অপকর্ম করেছে তাদে কে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না, সে যদি আমার ভাইও হয়। সে হোক ফ্যাসিবাদি আন্দোলনের সামনের কাতারের বলিষ্ট নেতা। তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন কোনভাবে কমিটিতে না আসতে পারে। এই ম্যাসেজটি আপনারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিবেন।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.