রাফি চৌধুরী, সীতাকুণ্ড
এসএসসি পরীক্ষার ১ম দিন। সীতাকুণ্ডের মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) কর্তৃক ৭ম বারের মত শুরু হয়ে গেল পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা “রোড টু লাইট এসএসসি-২০২৫” এখানকার পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগিতায় এমএফজেএফ এর এমন মহতি উদ্যোগ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন সকালে ফিতা কাটার মাধ্যমে বিনামূল্যে বাস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার লুৎপুন নেছা বেগম,উপদেষ্টা মহিন উদ্দিন,নুর উদ্দীন লিটন,মোঃ জাহেদ হোসেন সীতাকুণ্ডের মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন সভাপতি কাওসার আহমেদ সরোয়ারীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি আবারও ৭ম বারের মতো গৃহীত হয়েছে- যাতে সীতাকুণ্ডের পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়; তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষার্থীদের নিরাপদে এবং যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এমএফজেএফ ২০২২খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত বেশ কয়েকটি সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, সমাজের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সু্যােগ করে দেয়া এবং এসবের মাধ্যমে মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করাই মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য। মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন ২০২২ইং সাল থেকে যাত্রা শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা, স্থানীয় বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামগ্রিকভাবে একটি উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রায় মানুষকে সহযোগিতা করাই এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
এরই ধারাবাহিকতায়, সংগঠনটি স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্লিন সীতাকুণ্ড, ক্লিন পতেঙ্গা, বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, ক্লিন গুলিয়াখালী, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ, বৃক্ষ রোপণ, বিদ্যালয় ও কলেজে পানি শোধনগার স্থাপন, নলেজ শেয়ারিং সেশন, মোটিভেশনাল সেশন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং রোড টু লাইটের মতো মোট ৬০টি ভিন্নধর্মী সামাজিক ও মানবিক সেবাকর্ম সফলভাবে বাস্তবায়ন করেছে, যা দেশব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। এমন স্বেচ্ছাসেবী কাজগুলোর স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ৪টি আন্তর্জাতিক এবং ৫টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.