ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় পুকুর থেকে ভাসমান অজ্ঞাত এক নারীর(৫০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯ টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের হাবিব খালাসির বাড়ির পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে এলাকার লোকজন পুকুরে গোসল করতে গেলে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে থানার নিয়ে আসে। লাশটি দেখতে এলাকার লোকজন পুকুর পাড়ে ভিড় জমায়। তবে কেউ ওই অজ্ঞাত নারীকে চিনতে পারেনি।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, লাশটি চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের হাবিব খালাসির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশের পরনে গোলাপী রঙের সোয়েটার ও হলুদ রঙের সালোয়ার রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ফরিদপুর থেকে লাশের পরিচয় সনাক্তের জন্য পি বি আই ভাংগা থানায় আসে। কিন্তু তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি।অজ্ঞাত লাশটি সনাক্ত করণের চেষ্টা চলছে।
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…
This website uses cookies.