তামিমের বোর্ডে আসা নিয়ে বিসিবি প্রধানের প্রশ্ন, ‘অবসর নিয়েছে নাকি?’

প্রলয় ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ সময় আড়ালে থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সক্রিয় ভূমিকাতে দেখা গিয়েছিল তামিমকে।

গত সপ্তাহে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সভা করেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেই সভাতেও দেখা গেছে তামিমকে। এমনিতেই তাকে নিয়ে গুঞ্জন রয়েছে, বিসিবির পরিচালক হচ্ছেন তিনি। যদিও তামিম এখনও অবসর নেননি, তিনি কোনও ক্লাবের কাউন্সিলরও নন। এই অবস্থায় পরিচালক হওয়ার সুযোগই নেই। শনিবার ক্রিকেটারদের বোনাস দিয়েছে বিসিবি।

সেই অনুষ্ঠানে তামিমের বোর্ডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে পাল্টা প্রশ্ন করেছেন ফারুক।

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার তামিম খেলায় না ফিরলেও তাকে ক্রিকেটে চান ফারুক। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, পরিচালক হিসেবে তামিম বোর্ডে আসলে দারুণ ব্যাপার হবে, ‘খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

তার এই বক্তব্যের পরই মূলত তামিমকে নিয়ে গুঞ্জনের ডালাপালা মেলেছে। গত বৃহস্পতিবার বাঁহাতি ওপেনার হুট করেই মিরপুরে আসেন। সেখানে মুশফিকুর রহিম, নাজমুল হোসনে শান্ত, মুমিনুলদের পাশে বসে বোর্ড মিটিংয়ে অংশ নেন। তামিমের মিটিংয়ে উপস্থিত থাকা নিয়ে অনেকেই তার পরিচালক হওয়ার গন্ধ খুঁজে পেয়েছেন। ফারুকের কাছে প্রশ্ন ছিল, তামিম কি বোর্ডে আসছেন?

জবাবে ফারুকের প্রশ্ন, ‘(তামিম) আপাতত ক্রিকেটারই, অবসর নিয়েছে নাকি ও!’

পরে ফারুক আরও বলেছেন, ‘তামিম এসছিল, আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারিনি। ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। যেহেতু এখন কঠিন সময়। তো বিপিএল, লিগগুলো কীভাবে হবে ওসব নিয়ে ওদের কিছু প্রস্তাবনা ছিল। ওগুলো নিয়ে আলোচনা করেছি।’

বোর্ডে অনেক কাজ করার সুযোগ আছে উল্লেখ করে ফারুক বলেছেন, ‘কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে। আমাকে এমনিতেই একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো চাই শুধু ক্রিকেট উন্নতিতে বেশি কাজ করতে। বা যখন একটা বোর্ডের পরিধি যখন বিশাল হয়ে যায়, তখন বিভিন্ন বিভাগ বড় আকার ধারণ করে। সেদিকে আমি সংস্কার বলবো না, আমি একটা সিস্টেম উন্নতির দিকে তাকাবো।’

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

38 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

50 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

56 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

59 minutes ago

This website uses cookies.