Categories: সারাদেশ

দুর্গাপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে ‘পহেলা বৈশাখ’  উদযাপিত

জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর

রাজশাহী দুর্গাপুর উপজেলা নানা আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে তা উপজেলার বিভিন্ন চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এরপর মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশীয় খেলাধুলা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব লাঠি খেলা, হাডুডু খেলা, সহ সাপ খেলা, নানা ধরনের খেলার মাধ্যম দিয়ে, পুরস্কার বিতরণ সামনে রেখে অংশ গ্রহণ করেন, এই পহেলা বৈশাখ, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হয়ে দিনটি উদযাপন করছে।

‎অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে, ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন অংশ নেন।

এছাড়াও দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যাপক জুবায়েদ হোসেন উপজেলা বিএনপি সদস্য সচিব, দূ্র্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, মোঃ সাইদুর রহমান মন্টু, সাবেক মেয়র দুর্গাপুর পৌরসভা ও রাজশাহী জেলা বিএনপির সদস্য, আহমেদ রেজাউল করিম (স্বপন),সদস্য সচিব পৌর বিএনপি,আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি দূর্গাপুর উপজেলা বিএনপি, এস এম আকবর আলী বাবলু,সাবেক সভাপতি সদস্য উপজেলা বিএনপি, মোঃগোলাম মর্তুজা মৃধা, সদস্য উপজেলা বিএনপি, মোঃ জার্জিস হোসেন সোহেল, সদস্য উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম আজম,সাবেক সাধারণ সম্পাদক পৌর যুবদল, মুক্তার হোসেন মন্টু, মোঃ ফারুক জেলা সদস্য দুর্গাপুর বিএনপি নেতা,
সহ বিএনপির রাজনৈতিক বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

3 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

10 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

10 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

10 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

10 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

12 hours ago

This website uses cookies.