চট্রগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশি হেফাজত ভেঙে পালিয়ে যাওয়া কুখ্যাত জলদস্যু রফিক উল্লাহকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাইন্যাখালী এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিক উল্লাহ (৩৪) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার নোনাছড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মফিজুর রহমান। গ্রেপ্তারের সময় সে পেকুয়ার ২ নম্বর ওয়ার্ডের আসাদ ফকিরের বাড়িতে অবস্থান করছিল। এটি তার সৎবোনের শ্বশুরবাড়ি।
রফিক উল্লাহর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাস-সংশ্লিষ্ট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে উপকূলীয় এলাকায় জলদস্যুর কার্যক্রমে সক্রিয় ছিল।
সম্প্রতি, একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন ছিল। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ওয়ার্ড নম্বর ২৬-এর শয্যা নম্বর ২৬/৫৪এ-তে ভর্তি ছিল সে।
১৬ এপ্রিল দুপুর ১টা ১৭ মিনিটে চিকিৎসার ছাড়পত্র পাওয়ার পর সে হাসপাতাল পাহারার দায়িত্বে থাকা কনস্টেবল মো. আব্দুল ও মো. মামুনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পাঁচলাইশ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, রফিক উল্লাহ পেশাদার জলদস্যু। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেকুয়ায় অভিযান চালানো হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও কিছু আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার হওয়া রফিক উল্লাহকে আদালতে হাজির করে ফের রিমান্ড আবেদন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.