Categories: সারাদেশ

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সুমন ভূট্টাচার্য, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় বুধবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এবং বিশেষ অতিথি হিসাবে সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস সম্পর্কে আমরা সবাই জানি এবং সচেতন, তবে সেইভাবে আমল করি না। শব্দ দূষণের মাত্রাটা শরীরের জন্য স্থায়ী ক্ষতি। আমরা জেনেশুনে নিজেদের প্রজন্মের ক্ষতি করছি। অযথা আমরা শব্দ সৃষ্টি করব না। শিল্পকারখানা বাণিজ্যিক ভবন হাসপাতাল সব জায়গার প্রতিনিধিকে শব্দ সচেতনতা সম্পর্কে জানাতে হবে। শব্দ সচেতনতা একেবারে বন্ধ করতে না পারলেও সীমিত আকারে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাতের বেলায় বিভিন্ন সামাজিক ও বিয়ের অনুষ্ঠানে শব্দ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়ভাবে মসজিদ, স্কুল, কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেকেই যদি নিজের অবস্থান থেকে সচেতন হয় তাহলে শব্দ দূষণ রোধ করা অনেক সহজ ও কার্যকর হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হলে আসুন, আজ থেকে সচেতন হই, শব্দ নয় শান্তির পৃথিবী গড়ি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই সবুজ স্বাস্থ্যকর ও শান্ত একটি পৃথিবী। বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, শব্দ দূষণের ফলে মানুষের নানান শারীরিক ক্ষতি হচ্ছে, বিশেষ করে শ্রবণশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও উদ্বেগ জনিত সমস্যা দেখা দিতে পারে। ফলে শব্দ দূষণ প্রতিরোধে সব বিভাগকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো: নাজমুল হুদা এবং দিবস বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মেজবাবুল আলম। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মনে করেন। এছাড়াও শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান। সভায় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজ, পরিবহন মালিক শ্রমিকের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

43 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

46 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

52 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

58 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

4 hours ago

This website uses cookies.