কামরুল হাসান রুবেল, নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্দেশনা অমান্য করে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক কেনা বসত ঘরের জায়গা জোরপূর্বক দখল করে রাতের আঁধারে ঘর নির্মানের অভিযোগ উঠে এসেছে।
বৃহস্পতিবার (১ মে ) দুপুর ২টায় উপজেলার প্রেসক্লাবে এসে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিবন্ধী রফিক উল্যাহ’র ছেলে ইয়াছিন আরাফাত।
আরাফাত বলেন,আমার বাবা একজন বয়োবৃদ্ধ প্রতিবন্ধী, পড়া-লেখার প্রয়োজনে আমরা এলাকার বাহিরে থাকায় দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকারের দোষরদের সহযোগিতায় আমাদের জায়গা দখল করে ভোগ করে আসছিলেন প্রতিবেশী মোঃ ছানাউল্যাহ। ৫ই আগস্টের পর সহযোগিতার মাধ্যম পরিবর্তন করে আমাদের জায়গার উপর বসতঘর নির্মাণ করতে চাইলে সামাজিক ভাবে তাকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেষ দেয়া হয়। তবে সমাজ প্রতিনিধিদের সিদ্ধান্তকে অমান্য করে রাতের আঁধারে ঘরের নির্মাণ কাজ করতে চাইলে তারা থানা প্রশাসনকে অবিহিত করার পরামর্শ দেয়। সর্বশেষ থানা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আঁধারে ঘরের নির্মাণ কাজ চালিয়ে যায়।
এবিষয়ে সমাজ প্রতিনিধি সাবেক মেম্বার মোঃ রেজাউল হক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন বলেন,উভয়ের আমিনের উপস্থিতিতে বার বার বৈঠকের পর প্রমাণিত হয় জায়গার প্রকৃত মালিক প্রতিবন্ধী রফিকউল্লাহ, তবে আলোচনা সাপেক্ষে দেড় লক্ষ টাকা দরে প্রতি শতাংশ জায়গার টাকা পরিশোধ করার পর ঘরের নির্মাণ কাজ করার সিদ্ধান্ত থাকলেও টাকা না দিয়ে রাতের আঁধারে জোরপূর্বক ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় প্রতিবন্ধী পরিবার কে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়। তবে থানা প্রশাসনের অবাধ্য হয়ে ঘরের নির্মাণ চালিয়ে যাওয়ায় ছানাউল্যাহ’র বিরুদ্ধে সংশ্লিষ্ট সর্বোচ্চ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তারা।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,পৈতৃক সুত্রে মালিকানা উপজেলার চরকাঁকড়া মৌজায় ২০৭৯ নং খতিয়ানে
১৪৮৭৮ নং দাগে প্রতিবন্ধী রফিকউল্লাহ ৬.৭ শতাংশ নাল ভূমির মালিক। কিন্তু জোর জবরদখল করে দীর্ঘদিন যাবত ভোগের পর পুরোপুরি দখলে যেতে পরিকল্পিতভাবে সমাজ প্রতিনিধিদের সিদ্ধান্ত কে অমান্য করে রাতের আঁধারে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন জবর দখলকারী মোঃ ছানাউল্যাহ।
এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা এ এস আই ও অভিযোগের বিষয়ে দায়ীত্বপ্রাপ্ত অফিসার জসিম উদ্দিন বলেন,এবিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর বিবাদী মোঃ ছানাউল্যাহ কে ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেষ দেয়া হয়েছে,এবং আগামী শনিবার উভয়ের উপস্থতিতে একটি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।
কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এই রায় আপিল বিভাগের ১৭…
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল…
আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি…
মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ তথা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য…
This website uses cookies.