দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে ভাঙ্গা উপজেলা বিএনপির জনসভা

ছানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

ফরিদপুর ভাঙ্গা উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর মাঠে শনিবার (৩ মে) বিকেল তিন ঘটিকায় জনসভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী প্রচারণা জনসভা সফল যোগদানের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা এর নেতৃত্বে শত শত নেতাকর্মী ও কৃষক দল প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে ভাঙ্গা উপজেলা থেকে যাত্রা শুরু করে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর মাঠে জনসভায় উপস্থিত হন।

অপরদিকে বিএনপি’র দুর্দিনের কান্ডারী কালামৃধা ইউনিয়নের বিএনপির সভাপতি লিন্টু আকন্দ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বরের নেতৃত্বে শতশত বিএনপি নেতাকর্মী সহ বিএনপি প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর মাঠে জনসভায় উপস্থিত হন।

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান পান্না, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইদ মুন্সী, উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু, শ্রমিক দলের সভাপতি প্রার্থী কাওসার মোল্লা, উপজেলা কৃষকদলের পৌর বিএনপি জয়েন্ট সেক্রেটারি ওসমান মুন্সী,শ্রমিক নেতা আক্তার মুন্সি,ও ইউনিয়নের সভাপতি লিন্টু আকন্দ, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোশারফ মাতুব্বর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, যুবদলের সভাপতি শরীয়ত উল্লাহ (রাকিব), কৃষক দলের সেক্রেটারি খোন্দকার আব্দুল সামাদ,ও কামরুল হাসান, নাজমুল হোসেন সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই সহযোগিতা করলে ফরিদপুর -৪ আসনে বিএনপি বিজয়ী হবে। ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। সভায় বিপুল পরিমাণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

9 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

9 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.