বনিআমিন, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে রাজাবাড়ি এলাকা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ জুনায়েদ (১৬)।
রবিবার (৪ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন পরিষদের পাশে একটি রাস্তার উপর পড়ে থাকা ওই যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের বাবার নাম মৃত মনির মিয়া।
নিহতের ভাই তুহিন জানান,তার ভাই একই এলাকায় একটি কারখানায় কাজ করতো। একটি অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে তার ছোট ভাইয়ের মোবাইল ফোনে বারবার হুমকি দিয়ে ফোন আসছিল।
শনিবার গভীর রাতে কাজ শেষে সে বাসায় ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ভাইকে রাস্তায় ফেলে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরো জানান,বেশ কিছু দিন আগে রাজাবাড়ি গার্ডেন পার্কে তার ভাইয়ের সাথে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকার কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়েছিল। তাদের ধারণা এই ঘটনার সূত্র ধরেও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহারুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে বিষয়টি গোপন করা হয়েছে। অতি শীঘ্রই এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.