প্রলয় ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, যারা অবৈধ ক্ষমতার দখলকারীদের সাহায্য করেছিল তাদের ঘরে যদি পাসপোর্ট পৌঁছে দেন তাহলে দেশের জনগণ মানবে না, দেশের জনগণ বসে থাকবে না।
শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা হাসিনার মত জোর করে ক্ষমতায় যেতে চাই না। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। আর তাই জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের জনগণই রাস্তায় নামবে আমাদের কিছু বলা লাগবে না।
ফারুক বলেন, অনেকদিন হয়ে গেল, অনেক কিছুই দেখলাম। তারপরও কেন এ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার,জনগণের আশা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করছেন না। আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। গণতন্ত্র ধ্বংস করেছিল। সেই ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৬-১৭ বছর আন্দোলন করেছে বিএনপির প্রায় ৫ হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রজনতা বিএনপি এবং অন্যান্য দলের হাজার খানিক নেতাকর্মী শহীদ হয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি। যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় দেশের জনগণ ভোটার অধিকার ফিরে পায়। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না।
আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মাওলানা নেসারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মির আমির হোসেন আমু, মৎস্যজীবী দলের সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী,মফিজুর রহমান লিটন সহ প্রমুখ।
প্রলয়/নাদিয়া
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.