আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে ইসলামী ঐক্যজোটের স্বাগত

প্রলয় ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী ঐক্যজোট (আইওজে)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী এই সিদ্ধান্তকে ‘জুলুমের বিরুদ্ধে মজলুমের বিজয়’ বলে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, বছরের পর বছর বিনা বিচারে আলেম-উলামা ও বিরোধী দলমতের মানুষকে কারাগারে আটকে রেখে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। গত বছরের ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে তাদের পতন হয়েছে। তবুও তারা দেশের বিরুদ্ধে তাদের অপতৎপরতা অব্যহত রেখেছিল।

আমরা মনে করি, ছাত্রজনতা, সম্প্রতি আলেম-উলামাদের রাজপথে তিন দিনের লাগাতার অবস্থান কর্মসূচির পর দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় ‘জুলুমের বিরুদ্ধে মজলুমের প্রাথমিক বিজয়’ অর্জিত হয়েছে। এর মাধ্যমে রাজনীতিতে দলটির ফিরে আসার পথ সংকোচিত হলো। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন বাতিল করে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। অন্যথায় স্বৈরাচারী দলটি ফিরে আসার সমূহ সম্ভাবনা থেকে যাবে।

তারা বলেন, ২৪-এর গণঅভ্যূত্থান প্রমাণ করেছে বাংলার প্রতিবাদী জনতা যখন জেগে উঠে, তখন স্বৈরাচার পালাতে বাধ্য হয়। আগামী দিনে যারাই নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, গুম-খুন-লুটের মতো অপকর্ম করবে, তাদেরকেও আওয়ামী লীগের মতো ভাগ্যবরণ করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করায় অর্ন্তবর্তী সরকারকে অভিনন্দন জানাই। একই সাথে এই দাবি আদায়ে রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থন দানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

23 minutes ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

7 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

7 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

7 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

7 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

9 hours ago

This website uses cookies.