ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিলের দাবিতে রোববার সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ দিন হাইকোর্টে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
আজশনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় জানানো হয়, ঢাকার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে। একই সঙ্গে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
লিখিত বক্তব্যে আন্দোলনকারী ছাত্র নেতা সাইদুর রহমান জানান, কারিগরি ছাত্র সমাজ আগের রায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং আমরা এই মামলার রায় সম্পূর্ণ বাতিল চাই। আমারা জানি, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ হলো ল্যাব পরিচালনায় সহায়তা এবং প্রাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পাশ। এই যোগ্যতায় তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদানে অক্ষম এবং অযোগ্য। তাই শিক্ষক পদে তাদের পদোন্নতি অযৌক্তিক। তাদের জন্য মন্ত্রণালয় ভিন্নভাবে চিন্তাভাবনা চালাচ্ছে যে কিভাবে তাদেরকে তাদের সিস্টেমে প্রমোশন দেয়া যায়। তারাও তাদের সিস্টেমে প্রমোশন পাবে এ বিষয়ে সুন্দর পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। প্রমোশন পাওয়ার অধিকার সবার আছে তবে সেটা হতে হবে যৌক্তিক।
তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলছি-জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে পদোন্নতির জন্য ভিন্ন কোনো মানদণ্ডে বা বাছাই ছাড়া সুযোগ সৃষ্টি করা যাবে না। শিক্ষকদের জুনিয়র ইন্সট্রাক্টর পদ টি কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে বাছাইকৃত হয়ে নিয়োগ পায়। যার এই পদে আসতে চায় তারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে বিপিএসসির পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে আসুক। কোনো স্পেশালভাবে এই পদে কারো পদোন্নতি নিয়ে আসার সুযোগ নাই। আমরা চাই, ১৮ মে হাইকোর্ট এই মামলাটি বাতিল করে দিয়ে কারিগরি শিক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুক।
৬ দফা বাস্তবায়নের রূপরেখা এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানানো হয়, ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটি ২১ দিন সময় নিয়ে একটি রূপরেখা তৈরি করেছে, যা ১৩ মে প্রাথমিক খসড়া ছাত্র প্রতিনিধিদের কাছে দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি যাচাই-বাছাই করে এবং ছাত্র প্রতিনিধিদেরকেও যাচাই-বাছাই করার জন্য দেওয়া হয়।
সেই রাতে ঢাকার সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা আইডিইবিতে জরুরি মিটিং করি এবং পরদিন ১৪ মে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিক রূপরেখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবির অনুপস্থিতির কারণে আমাদের ছাত্র প্রতিনিধি ও কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা, রহমত উল আলম শিহাব তাতে স্বাক্ষর করেননি।
পরবর্তীতে সকল প্রতিনিধির মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় বিষয়াদি সংযোজন করে ১৫ মে কমিটির সকল সদস্য হতে স্বাক্ষরিত হয়ে পত্রটি শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার নিকট পাঠানো হয়েছে।
রূপরেখায় যে বিষয়গুলো পরবর্তী সংশোধনে গুরুত্ব পেয়েছে তা হলো- ভর্তি পরীক্ষার পরিকল্পনা, ডিপ্লোমা শিক্ষা ইংরেজি ভার্সনে রূপান্তর, বেসরকারি খাতে ন্যূনতম ১০ম গ্রেড ভিত্তিক বেসিক বেতন প্রদান ইস্যু, বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ভাতা প্রদান এবং কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের ইস্যু। অন্যান্য যে-সব বিষয় সরাসরি পত্রে উল্লেখ হয়নি, সেগুলো শিক্ষা বিভাগীয় সচিব নিজে নোট করে নিয়েছেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সাইদুর রহমান।
প্রলয়/নাদিয়া ইসলাম
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
পূর্বধলা সংবাদদাতা নেত্রকোনা সদরে দায়িত্বরত বিকাশ কর্মী রিজন তালুকদারের হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।…
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
This website uses cookies.