কাপাসিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানসহ আহত ১২

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বিএনপি’র নেতাকর্মীদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান, গোয়েন্দা সংস্থার সদস্যসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় ক্যামেরাম্যান রকি হোসেনকে (২৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দুপুরে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম। সভা শেষ হওয়ার পরপরই দুপুর দেড়টার দিকে কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেলযোগে আসা একদল নেতাকর্মী ‘শাহ রিয়াজুল হান্নান’ নামধরে স্লোগান দিতে দিতে ঘটনাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। তারা সভার চেয়ার, টেবিল, মাইক, সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুর করে। একপর্যায়ে একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপরও চড়াও হয় এবং হামলা চালায় তারা। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রকি হোসেন ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরে উপস্থিত সাংবাদিকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি। এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির একটি মতবিনিময় সভা করছিলাম।

সভা শেষ হয়ে যাওয়ার আধা ঘণ্টা পর কাপাসিয়া থেকে ২০-২৫টি মোটরসাইকেল যোগে একদল নেতাকর্মী ওই সমাবেশ স্থলে এসে অতর্কিত হামলা চালায়। তিনি আরও বলেন, তারা প্যান্ডেল, মাইক ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে যমুনা টিভির ক্যামেরাম্যানকে বেধড়ক মারধর করে আহত করেন। তিনি এ ঘটনা নিয়ে দোষীদের শাস্তি ও বিচার দাবি জানান।


প্রলয়/মোমিন তালুকদার

প্রলয় ডেস্ক

Recent Posts

বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট, ভালুকায় কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালীতে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিঃ এর অভ্যন্তরে গত (১৫ এপ্রিল…

5 hours ago

সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক…

5 hours ago

গফরগাঁও এ ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম উবাইদুল্লাহর বিরুদ্ধে জমি মালিকদের…

9 hours ago

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা…

1 day ago

সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার: আশফাক নিপুন

বাকস্বাধীনতার পক্ষে সরব হয়েছেন নির্মাতা আশফাক নিপুন। ‘সরকারের সমালোচনা করা রাষ্ট্রের নাগরিকদের অধিকার’ হিসেবে তিনি…

1 day ago

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধে আইনি নোটিশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এবার জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধ…

1 day ago

This website uses cookies.