বরগুনা জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক খাদ্য উপমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মনিরুজ্জামান এ আদেশ দেন।
এদিকে শম্ভুকে আদালতে তোলার সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন।
জানা যায়, বুধবার ঢাকা থেকে শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর। শম্ভুকে কারাগারে নেওয়ার সময় বিএনপির কিছু নেতা তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারতে দেখা যায়।
পিপি মো. নুরুল আমীন সাংবাদিকদের বলেন, শম্ভু একজন দুর্নীতিবাজ। তার কোনো জনপ্রিয়তা ছিল না। ভোট চুরি করে পাঁচবার এমপি হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে পরাজিত হয়েছেন।
পিপি বলেন, শম্ভু যদি জনপ্রিয় হতেন তাহলে জনগণের এত ক্ষোভ থাকবে কেন? তাকে পঁচা ডিম মারবে কেন? তাকে বরগুনার মানুষ চায় না।
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম শম্ভুকে গ্রেফতার করে। পরে তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও আশুলিয়া থানার অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে দুদকের একাধিক মামলা রয়েছে।
আসামির আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, আমরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব।
এর আগে বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে বরগুনা থানায় ৩০ মে ১৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১৭ মার্চ আসামিরা বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছেন। এ মামলায় শম্ভু প্রধান আসামি।
প্রলয়/তাসনিম তুবা
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…
This website uses cookies.