জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জার্মানির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে এ হামলা হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানিয়েছেন, ৩৯ বছর বয়সি ওই জার্মান নারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এআরডি জানায়, ফ্লোরিয়ান সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তারা তার কাছে গেলে তিনি কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেফতার করতে দেন।
ওই মুখপাত্র আরও বলেন, ‘ওই নারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সে সম্পর্কে এ মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, তা আমরা খতিয়ে দেখছি।’
হামবুর্গ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, অভিযুক্ত নারী একাই হামলাটি করেছেন।
হ্যানোভার ফেডারেল পুলিশ অধিদপ্তরের এক মুখপাত্র এএফপিকে বলেন, ওই নারী রেলস্টেশনে যাত্রীদের ওপর হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত চলাকালে রেলস্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় এবং জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি ডয়চে বান হামলার ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছে।
প্রলয়/তাসনিম তুবা
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.