মিঠাপুকুরে আগুনে ৩ পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই। ফাইল ছবি
দেলপিয়ার হোসেন, মিঠাপুকুর সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় তিনট পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়েছে তিন পরিবার।
রবিবার (১৫ সেপ্টেম্বার) দিবাগত মধ্যরাতে বড় হযরতপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের দেনোনাথ চন্দ্রের বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাথে দূরত্ব বেশি থাকায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।
অগ্নিকান্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার। শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাঁই হয়েছে গবাদি পশু, নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রয়োজনীয় আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে উপেন্দ্রনাথের ঘরে আগুন লাগে। এরপর একে একে বাড়ির আরও নয়টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় সবকিছু। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তিন অসহায় পরবার। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তার ধারনা পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত নিরঞ্জন চন্দ্র ও জগদিশ চন্দ্র বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাই নাই। আমরা নিঃস্ব হয়ে গেছি। এভাবেই কান্না জড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত দেনোনাথ চন্দ্র বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে।
ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমি-জমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…
নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…
এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…
নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…
রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…
This website uses cookies.