অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলের মৃত্যুসংবাদ শেয়ার করলেও, তার মৃত্যুর কারণ প্রকাশ করেননি। ফলে মৃত্যুটি স্বাভাবিক কিনা, তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এবার এ নিয়ে মুখ খুললেন মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাহুল দেব জানান, মুকুল কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং শেষ ৮-১০ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রাহুল দেব লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।’
রাহুল আরও লেখেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।’ শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে।
তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। এই অনিশ্চয়তা থেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউড তারকারা।
মুকুল দেব বড়পর্দা ও ছোটপর্দা— দুই জগতে সমান জনপ্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে বলিউডে অভিষেক ঘটে তার। সালমান খানের ‘জয় হো’ ছবিতে তার পারফরম্যান্স দর্শক-সমালোচকদের নজর কাড়ে। হিন্দির পাশাপাশি মালয়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
মুকুল দেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং এবং দীপশিখা নাগপালের মতো সহকর্মীরা।
প্রলয়/তাসনমি তুবা
জিয়াউর রহমান, বাংলাদেশের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি ১৯৩৬ সালের ১৯…
এস.এম ফিরোজ আহমেদ, ভ্রাম্যমাণ সংবাদদাতা ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভালুকা…
সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে চলতি…
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন,…
আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নীতিগতভাবে ঐক্যবদ্ধ হলে তাদের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী…
This website uses cookies.