ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুকুল দেবের মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই রাহুল দেব

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে

অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলের মৃত্যুসংবাদ শেয়ার করলেও, তার মৃত্যুর কারণ প্রকাশ করেননি। ফলে মৃত্যুটি স্বাভাবিক কিনা, তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এবার এ নিয়ে মুখ খুললেন মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাহুল দেব জানান, মুকুল কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং শেষ ৮-১০ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রাহুল দেব লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।’

রাহুল আরও লেখেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।’ শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে।

তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। এই অনিশ্চয়তা থেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউড তারকারা।

মুকুল দেব বড়পর্দা ও ছোটপর্দা— দুই জগতে সমান জনপ্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে বলিউডে অভিষেক ঘটে তার। সালমান খানের ‘জয় হো’ ছবিতে তার পারফরম্যান্স দর্শক-সমালোচকদের নজর কাড়ে। হিন্দির পাশাপাশি মালয়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

মুকুল দেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং এবং দীপশিখা নাগপালের মতো সহকর্মীরা।

 

 

 

প্রলয়/তাসনমি তুবা 

নিউজটি শেয়ার করুন

মুকুল দেবের মৃত্যু নিয়ে মুখ খুললেন ভাই রাহুল দেব

আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলের মৃত্যুসংবাদ শেয়ার করলেও, তার মৃত্যুর কারণ প্রকাশ করেননি। ফলে মৃত্যুটি স্বাভাবিক কিনা, তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এবার এ নিয়ে মুখ খুললেন মুকুলের ভাই, অভিনেতা রাহুল দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাহুল দেব জানান, মুকুল কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং শেষ ৮-১০ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রাহুল দেব লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। তিনি তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।’

রাহুল আরও লেখেন, ‘মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।’ শেষকৃত্যের আয়োজন করা হয়েছে দিল্লিতে।

তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। এই অনিশ্চয়তা থেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউড তারকারা।

মুকুল দেব বড়পর্দা ও ছোটপর্দা— দুই জগতে সমান জনপ্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে বলিউডে অভিষেক ঘটে তার। সালমান খানের ‘জয় হো’ ছবিতে তার পারফরম্যান্স দর্শক-সমালোচকদের নজর কাড়ে। হিন্দির পাশাপাশি মালয়ালাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

মুকুল দেবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং এবং দীপশিখা নাগপালের মতো সহকর্মীরা।

 

 

 

প্রলয়/তাসনমি তুবা