হান্নান সরকার সাহসী একটা কাজই করে বসেছিলেন বটে। জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে কোচিং পেশায় চলে এসেছিলেন। আর এসেই হান্নান করলেন বাজিমাত। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মতো কোচিং করিয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে আবাহনীকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নের খেতাব।
সেই হান্নানকে আগামী মৌসুমে পাবে না আবাহনী। তিনি ক্লাবটির কোচ হিসেবে থাকছেন না। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। তাকে পাওয়ার দৌড়ে মোহামেডানও ছিল। তবে শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে লিজেন্ডস অফ রূপগঞ্জই।
মোহামেডান চেয়েছিল আসন্ন মৌসুমে তাকে কোচ হিসাবে নিয়োগ দিতে। তবে সবার আগে হান্নানের সঙ্গে কথা বলে রেখেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল। হান্নানও কথা দেন পরের মৌসুমে তিনি রূপগঞ্জের দায়িত্ব নেবেন। সে কথাটাই রাখছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার।
হান্নান বলেন, ‘আবাহনীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছি। বাদল ভাইয়ের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে।’
আবাহনী চ্যাম্পিয়ন হলেও আগামী মৌসুম নিয়ে এখনও নিশ্চিত নয়। আসছে ডিপিএল মৌসুমে কেমন দল গড়া হবে, কেমন শক্তি হবে তাও এখনও নিশ্চিত নয় তাদের। মূলত এ নিশ্চয়তার অভাবই হান্নানকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। যার ফলে হান্নান যোগ দিয়েছেন লিজেন্ডস অফ রূপগঞ্জে।
বিষয়টা তিনি নিজেই জানিয়েছেন। তার কথা, ‘আবাহনীর অফিশিয়ালরা নিশ্চিত করতে পারেননি আগামী বছর তারা কেমন দল করবেন, দলের শক্তি কেমন হতে পারে।’
গেল আসরে আবাহনীর কোচ হলেও হান্নানকে চেয়েছিল রূপগঞ্জ। তবে আগেই আবাহনীকে কথা দিয়ে ফেলায় আর বাদলকে হ্যাঁ বলতে পারেননি হান্নান। তিনি বলেন, ‘সভাপতি বাদল ভাই আমাকে সবশেষ আসরেও (২০২৫ লিগে) চেয়েছিলেন। কিন্তু আমি আবাহনীকে কথা দিয়েছিলাম। এরপর তার সঙ্গে কথা বলে সব ঠিক করেছি।’
গত আসরে অবশ্য আবাহনীর চেয়েও ভালো দল ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু মাঠে সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাদের। টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট তালিকার ছয়ে থেকে।
সেই স্কোয়াড থেকে ৪০ ভাগ খেলোয়াড় রেখে দল সাজাবেন হান্নান। এখনো এক বছর বাকি ঢাকা লিগের। তার আগেই হান্নান নতুন ঠিকানা খুঁজে নিলেন।
রূপগঞ্জ আর মোহামেডান ছাড়াও আরও কয়েকটি ক্লাব সাবেক ব্যাটার হান্নানকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি শেষমেশ বেছে নিয়েছেন রূপগঞ্জকেই।
প্রলয়/তাসনিম তুবা
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.