সুলিভানের গোলের জবাব মেসি দিলেন জাদুকরী ফ্রি কিকে

ফিলাডেলফিয়া ইউনিয়ন নামটা বাংলাদেশের কাছে এখন বেশ পরিচিত। এই ক্লাবেই যে খেলেন দুই সুলিভান ভাই, যাদের দিকে আবার তাকিয়ে আছে গোটা বাংলাদেশই। যদিও তাদের মধ্যে বড়জন কুইন সুলিভানকে বাংলাদেশ দলে পাওয়ার আশা একরকম শেষই হয়ে গেছে, এরপরও।

সে দলের মুখোমুখি আজ হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। সে ম্যাচে কুইন সুলিভান পেয়েছেন দারুণ এক গোল, তার জবাবটা মেসি দিয়েছেন জাদুকরি এক ফ্রি কিকে।

কুইন সুলিভান আর মেসির দ্বৈরথের মতো মিয়ামি-ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটাও শেষ হয়েছে ড্রয়ে। তাতে মিয়ামির গৌরবটাই বুঝি একটু বেশি। ৩-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল মেসির দল। সেখান থেকে মেসির ফ্রি কিক ম্যাচে ফেরায় তাদের। এরপর শেষ মুহূর্তের গোলে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়ে কোচ হাভিয়ের মাসচেরানোর দল।

মিয়ামির শেষ তিন ম্যাচে জয় নেই, হেরেছে সবশেষ ম্যাচে। টানা দ্বিতীয় হার চোখরাঙানি দিচ্ছিল দলটাকে। ম্যাচে ফিলাডেলফিয়ার হয়ে জোড়া গোল করেন ইসরায়েলি ফরোয়ার্ড তাই বারিবো। তার আগে আলো কেড়ে নেন কুইন সুলিভান।

ম্যাচের শুরু থেকেই ফিলাডেলফিয়া আক্রমণাত্মক খেলছিল। সপ্তম মিনিটে কুইন সুলিভান গোল করে দলকে এগিয়ে দেন। পরে ৪৪তম মিনিটে বারিবো স্কোরলাইন ২-০ করেন। এরপর ৬০তম মিনিটে মিয়ামির হয়ে তাদেও আলেন্দে এক হেডে গোল করে ব্যবধান কমান।

কিন্তু ফিলাডেলফিয়া আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। একটি লম্বা থ্রো-ইন থেকে গোলমুখে জটলা তৈরি হয় এবং সুযোগ নিয়ে বারিবো নিজের দ্বিতীয় গোলটি করেন।

শেষ দিকে আবার আলো ছড়ান মেসি। ৮৭তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এটি তার চলতি মৌসুমে ষষ্ঠ গোল। এরপর ইনজুরি টাইমে মেসির তৈরি করা একটি আক্রমণ থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন সেগোভিয়া। গোল নিয়ে সমতা ফেরায় মিয়ামি।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমরা এই ম্যাচে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছি, আত্মবিশ্বাস দেখিয়েছি। ম্যাচের শুরুতে আবার গোল খেয়েছি, কিন্তু ছেলেরা লড়াই করতে চায় সেটা বোঝা গেছে।’

গেল মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে ইন্টার মিয়ামি সাপোর্টার্স শিল্ড জিতেছিল। তবে চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না তাদের। ১৪ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ছয়ে আছে মেসির দল। শিগগিরই এ অবস্থান থেকে উত্তরণ চান মিয়ামি কোচ।

মাসচেরানোর কথা, ‘আমরা এখন ভালো অবস্থায় নেই, কিন্তু আমরা আগের মতো শক্তিশালী হতে চাই। তবে কর্নার বা থ্রো-ইন থেকে এত সহজে গোল খাওয়া বন্ধ করতে হবে। আমাদের আরও মনোযোগী হতে হবে।’

 

 

প্রলয়/তাসনিম তুবা 

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

39 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

51 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

57 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

60 minutes ago

This website uses cookies.