সৈয়দপুরে বিডার উদ্যোগে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে ‘স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও;. ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্লাটফর্মে বিনিয়োগ সেবা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিডা রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই আয়োজন করা হয়।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব আব্দুল মোতালেব সরকার, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী। প্রশ্নোত্তর পর্বে শিল্প সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরে কথা বলেন, ইকু গ্রুপের সিইও ইরফান আলম ইকু, নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দার, শ্যামলী সিটি গ্রুপের হেড অব প্রোডাকশন গৌতম হালদার, ইউনিক প্লাইউড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ আহমেদ।
এছাড়াও ক্ষুদ্র তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম আর ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমান দুলু, যমুনা এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের পরিচালক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর বিসিকের সেলিম অটো ফ্লাওয়ার মিলস্ এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য সারাদেশে মাত্র দুটি উপজেলাকে বেছে নেয়া হয়েছে। তার একটি নীলফামারীর সৈয়দপুর। অন্যটি ময়মনসিংহের ভালুকা। আশা করা যায় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে এখানে আশানুরূপ শিল্প উন্নয়ন ঘটবে। এতে আর্থসামাজিকভাবে সৈয়দপুর দেশের মধ্যে অন্যমাত্রায় উন্নীত হবে। এজন্য স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলমের প্রাঞ্জল উপস্থাপনায় সম্পন্ন কর্মশালায় সৈয়দপুরের শিল্পপতি, বিনিয়োগকারী, আমদানি-রপ্তানীকারক ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,  সংবাদকর্মী ও সূধীবৃন্দসহ প্রায় শতাধিক আমন্ত্রিত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
প্রলয়/তাসনিম তুবা
Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

37 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

46 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

49 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

51 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

55 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

58 minutes ago

This website uses cookies.