গোটা পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে ‘গোটা পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলন’ শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তার বোন আলীমা খান। তিনি বলেন, ইমরান খান স্পষ্ট করে দিয়েছেন, এই আন্দোলনের কেন্দ্র হবে না ইসলামাবাদ, বরং এটি হবে দেশব্যাপী।

আন্দোলনের কোনো নির্দিষ্ট সময় জানানো না হলেও আলীমা খান বলেন, ইমরান খান বলেছেন, তিনি মাথা নত করবেন না—যদি সারাজীবন কারাবন্দি থাকতে হয়।

ইমরান খান অভিযোগ করেছেন, তাকে একজন সাধারণ বন্দির ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। গত আট মাসে সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলতে পেরেছেন তিনি। এমনকি পাঠানো বইপত্রও কারা কর্তৃপক্ষ আটকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ব্যক্তিগত চিকিৎসকের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাকে।

দলের ভেতর বিশ্বাসঘাতকদের প্রতি কড়া বার্তা দিয়ে ইমরান বলেন, যারা ‘উইকেটের দুই পাশে খেলে,’ তাদের জন্য দলে কোনো জায়গা নেই।

অন্যদিকে, আন্দোলনের প্রস্তুতির মধ্যেই সরকার ও পিটিআইয়ের মধ্যে নতুন করে সংলাপ শুরুর সম্ভাবনার কথাও উঠে এসেছে। তবে সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া সরকারের এক উপদেষ্টা।

সূত্র অনুযায়ী, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর ও ব্যারিস্টার সাইফ এই আলোচনার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছেন। য দিও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সংলাপ কিছুটা থমকে ছিল।

তবে, খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জিও নিউজকে জানিয়েছেন, বর্তমানে পিটিআই কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপে নেই। তবে ইমরান খানের মুক্তির জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে ব্যারিস্টার সাইফ আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেন এবং সূত্র বলছে, সেখানেই তিনি সরকার পক্ষের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পান।

প্রসঙ্গত, ৭১ বছর বয়সি সাবেক ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা রয়েছে, যা ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণের পর থেকে শুরু হয়।

 

 

প্রলয়/তাসনিম তুবা

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

38 minutes ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

48 minutes ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

50 minutes ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

53 minutes ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

57 minutes ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

59 minutes ago

This website uses cookies.