বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আরজি কর-প্রতিবাদ, পথে নামলেন নার্স

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। তবে তা উপেক্ষা করেই কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল হল। ছাতা মাথায় দিয়েই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা।

মিছিলগুলির অগ্রভাগে থাকা কেউ কেউ বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দিতে এগিয়ে গেলেন। মিছিলের উদ্যোক্তাদের বক্তব্য, দুর্যোগ শুরু হওয়ার আগেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির কারণে তেমন সাড়া মিলবে না, এমন আশঙ্কা থাকলেও বাস্তবে দেখা যায় বহু মানুষ ছাতা মাথায় মিছিলে শামিল হয়েছেন।

রবিবার দুপুরে ছাতা মাথায় দিয়েই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে থাকেন।

কেউ অবসরপ্রাপ্ত মেজর, কেউ দুঁদে ব্রিগেডিয়ার হিসাবে কাজ করেছেন। আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় দ্রুত বিচার চেয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা প্রায় প্রত্যেকেই পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী। বৃষ্টি মাথায় নিয়েই এগোয় মিছিল। অবসরপ্রাপ্ত এক সেনা আধিকারিক জানান, ভারতের মতো দেশে অপরাধীর বিচার হতে দীর্ঘ সময় লেগে যায়। এই ব্যবস্থায় বদল আনা প্রয়োজন বলে জানান তিনি।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মিছিলের ডাক দিয়েছিলেন নার্সরা। দুপুরে করুণাময়ী থেকে বেরোয় মিছিল। আরজি কর-কাণ্ডের নির্যাতিতা কবে বিচার পাবেন, মিছিল থেকে সেই প্রশ্ন ওঠে।

উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও মিছিলের ডাক দিয়েছিলেন। ‘মুক্ত করো ভয়’ শিরোনামে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৩০টি স্কুল। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত যাওয়া এই মিছিলে অংশ নেন হেয়ার স্কুল, হিন্দু স্কুল, মিত্র ইনস্টিটিউটের মতো স্কুলগুলির প্রাক্তনীরাও। মিছিল থেকে আরজি করের ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি তোলা হয়।

আরজি কর-কাণ্ডে দ্রুত বিচার চেয়ে মিছিলের ডাক দিয়েছিলেন ক্যালকাটা গার্লস-সহ বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা। বৃষ্টির মধ্যেই দুপুরে মিছিল শুরু হয় ওয়েলিংটন স্কোয়্যার থেকে।

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

3 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

3 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

3 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

3 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

5 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

5 hours ago

This website uses cookies.