মুক্তাগাছায় পানির স্রোতে ভেঙে গেল সেতু

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামের আয়মন নদীর ওপর নির্মিত গফুর মোল্লা বাড়ি সংলগ্ন সেতুটি ভেঙে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার থেকে ভারি বর্ষণে সেতুর দুইপাশের মাটি সরে সেতুটি ভেঙে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে সেতুর দুইপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন ওই সব অঞ্চলের শত শত মানুষ। অনেককে নদী সাঁতরে পার হতে দেখা যায়।

এলাকাবাসী জানান, আয়মন নদীর ওপর এই সেতুটি প্রায় ১০ বছর আগে নির্মিত হয়েছে। সম্প্রতি এই নদীর খনন কাজ করা হয়। নদী খননে সেতুর দুইপাশের মাটি সরে যায়। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ভারি বর্ষণ হয়। পানির স্রোতে সেতুর দুইপাশের মাটি আরও সরে যায়। এতে শুক্রবার সকাল ১০টার দিকে সেতুটি প্রথমে হেলে পড়ে ও একটি অংশ ভেঙে পড়ে।সেতুটি ভেঙে পড়ায় পলশা, ভিটিবাড়ি,গড়বাজাইলসহ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে এ সব অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার বিকেল পর্যন্ত চলাচলের বিকল্প কোন কিছু করা হয়নি। কোনো উপায় না দেখে অনেককে নদী সাঁতরে পাড় হতে দেখা গেছে। এলাকারবাসিন্দা লুৎফর রহমান বলেন, নদী খননে সেতুর দুইপাশের মাটি সরে যায়। এতে পানি স্রোতে সেতুটি ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়ায় নদীর দুইপাশের গ্রামবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন। নদী পাড় হওয়ার বিকল্প কিছু না করায় এলাকাবাসীর নদী সাঁতরে পাড় হতে হচ্ছে।

তারা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানান। নদী সংলগ্ন দোকানদার আবুল কালাম বলেন, অতি বৃষ্টিতে মাটি সরে যায়। এতে সেতুটি প্রথমে হেলে পড়ে ও পরে ভেঙে যায়। এতে তারা মহাবিপদে পড়েছেন। এই বিষয়ে মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় লোক পাঠিয়েছি। দু’একদিনের মধ্যে বিকল্প পথ তৈরি করা হবে। এর পর নতুন সেতু নির্মাণের প্রকল্প পাঠানো হবে। আশা করছি দ্রুতই সেতুটি করা হবে।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

Md Seyam

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

2 hours ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.