রাজপথে নামছে পিটিআই, জেল থেকেই নেতৃত্বে ইমরান

কারাবন্দি অবস্থায় থেকেই আসন্ন গণআন্দোলনের নেতৃত্ব দেবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান—এমন ঘোষণা দিয়েছেন তার আইনজীবী ও দলের শীর্ষস্থানীয় নেতা সিনেটর আলি জাফর।

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

শনিবার এক সংবাদ সম্মেলনে আলি জাফর জানান, পিএমএল-এন নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ‘চূড়ান্ত পর্যায়ের’ হিসেবে উল্লেখ করে দলীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন ইমরান খান।

তিনি বলেন, ‘আমরা দেশজুড়ে বিক্ষোভ করব, আর আমি জেল থেকেই নেতৃত্ব দেব’—এই ভাষায় ইমরান খান নিজের অবস্থান জানিয়েছেন।

‘আন্দোলন হবে নজিরবিহীন’

আন্দোলন সম্পর্কে আলি জাফর বলেন, এটি হবে ‘অভূতপূর্ব ও জোরালো’, এবং এই পরিকল্পনার রূপরেখা তৈরির দায়িত্ব তার ওপর দিয়েছেন ইমরান খান। তিনি জানান, আইনজীবী ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে পরবর্তী বৈঠকে ইমরান খানের কাছে উপস্থাপন করবেন।

সেই বৈঠকের পর ইমরান খান নিজেই আন্দোলনের দায়িত্ব নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেবেন বলে জানিয়েছেন সিনেটর জাফর।

‘আর কোনো পথ নেই’

আলি জাফর বলেন, ইমরান খানের মতে, ‘আমরা আদালত কিংবা প্রশাসন থেকে কোনো ন্যায্যতা পাচ্ছি না। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই রাস্তায় নামা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

চলতি সপ্তাহের শুরুর দিকে কারাগারে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে ইমরান খান ‘সারাদেশব্যাপী একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের’ ঘোষণা দেন এবং সবাইকে প্রস্তুত থাকতে বলেন।

‘ইসলামাবাদমুখী নয়, দেশব্যাপী আন্দোলন’

আদালিয়া জেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খানের বোন আলিমা খান জানান, আসন্ন আন্দোলন ইসলামাবাদ-কেন্দ্রিক হবে না। বরং, এটি হবে দেশজুড়ে ছড়িয়ে পড়া একসঙ্গে সমন্বিত প্রতিবাদ।

তিনি অভিযোগ করেন, কারাগারে ইমরান খানকে একবারের বেশি তার সন্তানদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, এমনকি বই পাঠাতেও বাধা দেওয়া হচ্ছে। এছাড়া ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করতেও অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

‘দুই দিকের খেলোয়াড়দের জন্য দলে জায়গা নেই’

দলীয় শৃঙ্খলা ও একনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়ে ইমরান খান বলেছেন, ‘যারা দুই পাশে খেলেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই। আমি যদি আজীবন জেলেও থাকি, তবু মাথা নত করব না’—এমনটাই তিনি দলীয় নেতাদের জানিয়ে দিয়েছেন।

কারাবন্দিত্ব ও পটভূমি

৭১ বছর বয়সি ইমরান খান গত আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদসহ একাধিক মামলা চলমান। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর থেকে পিটিআই রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করে আসছে।

ইমরান খানের কারাবন্দি অবস্থায় দল পরিচালনা ও আন্দোলনের পরিকল্পনা আবারও প্রমাণ করল যে, তিনি এখনো পিটিআই-এর একমাত্র নীতিনির্ধারক এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রধান মুখ হিসেবেই সক্রিয় থাকতে চাইছেন।

 

 

প্রলয়/তাসনিম তুবা 

 

Md Seyam

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

40 minutes ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

43 minutes ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

49 minutes ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

55 minutes ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

3 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

3 hours ago

This website uses cookies.