ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আরও অস্ত্র-গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে। ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে।আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে এ দাবি করেছে। খবর এপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রতিবেদনে সামনে এলো। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে, ১৭ মে পর্যন্ত ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০৮ দশমিক ৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে। পরমাণু অস্ত্র নেই—এমন যেকোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা। ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুতের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়ে ১৩৩ দশমিক ৮ কেজিতে পৌঁছেছে।
আইএইএ’র নতুন এই প্রতিবেদনের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে।
চলতি মাসের শুরুতে তেহরানে এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গুরুত্বপূর্ণ খাতগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারের ওপর জোর দিয়েছিলেন। তিনি পুনর্ব্যক্ত করেছিলেন, দেশটি পারমাণবিক অস্ত্র চায় না বা বিশ্বাস করে না। কিছু পশ্চিমা শক্তির ক্রমাগত অভিযোগের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, অন্যরা দাবি করে চলেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এগুলো ভিত্তিহীন, যুদ্ধবাজ অভিযোগ ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের অধিকার আমাদের আছে – অস্ত্রের জন্য নয়, বরং উন্নত জীবনের জন্য।
এদিকে, আইএইএ’র নতুন প্রতিবেদন গণমাধ্যমে আসার পর ইরানের রাজনৈতিক সূত্র আল মায়াদিনকে জানিয়েছে, তেহরানের কূটনৈতিক উন্মুক্ততার সাম্প্রতিক লক্ষণ সত্ত্বেও ইউরোপীয় ত্রয়ী – ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য, ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি নেতিবাচক প্রতিবেদন জারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর চাপ বৃদ্ধি করছে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
This website uses cookies.