পাট অধিদপ্তরে দায়িত্বরত সৈয়দ ফারুক আহম্মদ এর অপসারণের দাবিতে মানববন্ধন

মো. সিয়াম, নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা কোটায় ২২ তম বিসিএস ক্যাডার সৈয়দ ফারুক আহম্মদকে চাকরি থেকে অপসারণ ও বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রের সাথে প্রতারণা, রাষ্ট্রের টাকা ফেরত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রবিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তরে দায়িত্বরত বাংলাদেশ সরকারের উপ-সচিব সৈয়দ ফারুক আহম্মদ তার ক্ষমতার প্রভাব খাটিয়ে মৃত-পিতাকে বাংলাদেশ কল্যাণ ট্রাস্টে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত করেন। মৃত্যুর সনদ মতে তার বাবা মীর শওকত আলীর মৃত্যুর ১১ মাস ৫ দিন পরে তার জন্ম হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মীর শওকত আলীকে শহীদি খেতাব অর্জন করান। যাহার গেজেট নং ৯০৩। মীর শওকত আলীর পৈত্রিক বাড়ি ভারতবর্ষে। ১৯৭১ সালের পূর্বে হিন্দু বাড়ি বিনিময় করে এদেশে গোপালগঞ্জের কাশিয়ানীতে আছেন। ১৯৭১ সালে ২৫ মার্চ, যুদ্ধ শুরু হলে মীর শওকত আলী ও তার পিতা মুছা আলী ভারতবর্ষে চলে যায়। জানা যায়, ভারতে মীর শওকতের চাচাদের সাথে পৈত্রিক সম্পতি নিয়ে বিবাদে মীর মুছা আলী ও মীর শওকত আলী দুজন মারা যান। সৈয়দ ফারুক আহম্মদ টাকা ও রাজনৈতিক জোর খাটিয়ে জাল-জালিয়াতি কাগজপত্রের মাধ্যমে মৃত বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধার কোটায় বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে চাকরিতে নিয়োগ নিয়েছিলেন। জনাব ফারুক আহম্মদ ২২তম বিসিএস ক্যাডারের ক্ষমতার অপব্যবহার ও অবৈধ টাকার জোর খাটিয়ে নিজের এলাকায় পিতা-মাতার ও নিজ নামে সড়ক ও ফটক তৈরী করেন।

এই ব্যাপারে কেউ কিছু বললে মিথ্যা মামলায় জড়িয়ে দিবেন বলে ভয় ভীতি দেখান তিনি। জৈনক মজিবর রহমান মোল্লা সৈয়দ ফারুক আহম্মদের বাবার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে দরখাস্তসহ হাইকোর্টে একটি রিট পিটিশন করেন, যার নং ৬৯৭৩/২১ইং।

তার মা মিসেস নাসিমা বেগম ৬ মার্চ ২০২৪ ইং তারিখে মৃত্যুবরণ করেন। সৈয়দ ফারুক আহম্মদ ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিকট ১৩/৩/২০২৪ ইং তারিখে তার মৃত বাবা মীর শওকত আলীর মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের জন্য নিজের নামে আবেদন করেন। সেখানে আবেদন ফরমটি অসম্পূর্ণ। মীর শওকত আলীর স্ত্রী ১২/১০/১৯৯৭ ইং তারিখে রাষ্ট্রীয় সম্মানী ভাতার জন্য আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে ফাইলটি গোপালগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সরেজমিনে তদন্ত করানো হয়। প্রতিবেদন মতে জানা যায় শহীদ মীর শওকত আলী ১৬/৯/১৯৭১ইং সালে যশোর জেলার মহেশপুরে সম্মুখ যুদ্ধে মারা যান। জাতীয় পরিচয়পত্র মোতাবেক সৈয়দ ফারুক আহম্মদের জন্ম ২১ আগস্ট ১৯৭২ ইং। তার জন্ম এবং তার বাবার মৃত্যুর সময়ের মধ্যে পার্থক্য ১১ মাস ০৫ (পাঁচ) দিন। সে কিভাবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে পারেন? একাধিকবার গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা এই বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য তার অফিসে গেলে অফিসে অবস্থান করেও সে অফিসে নেই বলে জানান। এ বিষয়ে ফোনে জানতে চাইলে সে কাউকে কোন সদ উত্তর না দিয়ে নাম্বার ব্লক করে দেন। এতে প্রতীয়মান হয় যে ঘটনাটি সন্দেহজনক। সে তার পিতার মুক্তিযোদ্ধার ভাতা বাবদ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিকট ১৯৯৭ইং সন হইতে ভাতা উত্তোলন করে আসছেন। বিষয়টি রাষ্ট্রর সাথে প্রতারনা ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের কৌশলবলে গণমাধ্যম কর্মীরা মনে করেন। ২০২১ ইং সালে এ বিষয়ে তার সম্পর্কে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায়, শিরোনাম “ভূয়া মুক্তিযোদ্ধার সন্তান বিসিএস ক্যাডার” সৈয়দ ফারুক আহম্মদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। মৃত: মীর শওকত আলীর শহীদ মুক্তিযোদ্ধা খেতাব বাতিল ও রাষ্ট্রীয় অর্থ ফিরিয়ে আনার জন্য গত ১৬ই মার্চ ২০২৫ ইং তারিখে রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিকট আবেদন করেন। যার্থ তারিখে সৈয়দ ফারুক আহম্মদ হাজির হননি। তার দেহে ৬টি রিং স্থাপনা করেন এই অযুহাতে দুই মাস সময়ের আবেদন করেন। এই বিষয়ে গত ২০ শে মে ২০২৫ইং তারিখ ঢাকার মতিঝিল পাট অধিদপ্তরের সামনে রাষ্ট্রীয় অর্থ পুনরুদ্ধারে ও অব্যাহত দুর্ণীতি বন্ধের প্রতিবাদে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর কিছু গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনের সংবাদ পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হলে উপসচিবের পক্ষে সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়দানকারী মোঃ লিয়াকত হোসেন লিংকন দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জের কাশিয়ানী রিপোটার, মোঃ ফায়েকুজ্জামান কাশিয়ানী রিপোটার, দৈনিক ভোরের ডাক পত্রিকা, সজাপতি কাশিয়ানী সাংবাদিক পরিষদে কাশিয়ানী থানা বিএনপি সভাপতি মোঃ হিরু সংবাদ প্রকাশে নিষেধ করেন এবং মানববন্ধন ও সংবাদ প্রকাশ বন্ধ করার জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করেন।

বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করতে গিয়ে সৈয়দ ফারুক আহম্মদের সম্পর্কে জানতে পারেন যে, নামে ও বেনামে ঢাকাতে একাধিক ফ্ল্যাট ও ব্যাংক একাউন্ট এবং গোপালগঞ্জের কাশিয়ানিতে শত শত বিঘা সম্পত্তি ও অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে তদন্তের মাধ্যমে বের করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হল।

প্রলয় ডেস্ক

Recent Posts

টঙ্গীতে ১৫ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা…

2 hours ago

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

8 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

8 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

8 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

8 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

11 hours ago

This website uses cookies.