সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে ৬ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ নয়াবাড়ি ঘাটা এলাকায় গাঁজাভর্তি মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকামূখী একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ ১৩-৬১০৫) পুলিশ ধাওয়া করলে ফৌজদারহাট নয়াবাড়ি ঘাটা এলাকায় গলির ভিতরে ঢুকে পড়লে স্থানীয়রা সন্দেহ করে তল্লাশি করার সময় মাইক্রোবাসের চালক এসময় দ্রুত পালিয়ে যায়।
স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহিন সুমন বলেন, সকালে একটি মাইক্রোবাস নয়াবাড়ি গলির ভিতরে রেখে চালককে দৌড়ে পালিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হলে গাড়ির দরজা খোলে দেখি গাড়িভর্তি গাঁজা। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ এসে মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফৌজদারহাট এলাকার একটি গলি থেকে একটি মাইক্রোবাস আটক করলে সেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি। বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে জানানো হয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আটককৃত গাঁজার ওজন ৬০কেজি। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
প্রলয়/তাসনিম তুবা
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.