কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকায় বসেছে স্থায়ীসহ অস্থায়ী কোরবানির পশুর হাট।
ঢাকার গাবতলী, অযান্ত্রিক হাট থেকে শুরু করে ডিএনসিসি ও ডিএসসিসির অস্থায়ী হাটগুলো এখন নানা জাতের গরু-ছাগল-মহিষের পসরা নিয়ে জমজমাট।
সকাল-সন্ধ্যা চলছে চড়া দাম ও দরকষাকষির উৎসব। বড় গরুর রয়েছে নানান অভিনব নাম ও শ্রেণি, যা ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বিশালাকার গরুর দাপট
হাটে ঢুকলেই চোখে পড়ে বিশালাকৃতির গরুর দল। কেউ নাম রেখেছেন ‘বাহাদুর’, কেউ বা ‘বাদশা’, ‘কালা নাগ’, ‘মহারাজ’, ‘সুলতান’ কিংবা ‘টাইটানিক’। ২৫-৩০ মণের এসব গরুর দাম হাঁকা হচ্ছে ১২ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত।
একটি গরুর দাম ৩০ লাখ টাকাও হাঁকা হয়েছে বলে জানিয়েছেন এক বিক্রেতা।
অন্যদিকে দেশি-শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরুর চাহিদা বেশ তুঙ্গে।
দাম নিয়ে চলছে কষাকষি
পাশাপাশি চলছে ক্রেতা ও বিক্রেতাদের রশি টানাটানি। অনেকেই ৫-৭ লাখ টাকার গরুর জন্য শুরু করেন দর ৩-৪ লাখ থেকে।
বিক্রেতারা বলছেন, গরু লালন-পালনে খরচ বেশি হওয়ায় কম দামে ছাড়তে নারাজ।
অপরদিকে, ক্রেতারা বলছেন, “দাম শুনলেই গায়ে কাঁটা দেয়। তবে শেষ মুহূর্তে হয়ত একটু ছাড় মিলবে।”
বিক্রেতার লাভ, চাহিদা ও শঙ্কা
অনেক খামারি ও বিক্রেতা এবার ভালো লাভের আশা করছেন। গত বছর যেসব গরু ১ লাখে বিক্রি হয়েছে, এবার সেগুলো দেড় লাখ টাকার বেশি হাঁকানো হচ্ছে। বিশেষ করে মোটা তাজা, স্বাস্থ্যবান ও দেশি জাতের পশুর চাহিদা বেশি। তবে হাটে ঢোকা, খাজনা, চাঁদাবাজি ও নিরাপত্তা নিয়ে শঙ্কাও রয়েছে।
ছাগল ও মহিষের বাজারও জমজমাট
গরুর পাশাপাশি হাটে প্রচুর ছাগল ও মহিষও এসেছে। সুন্দর গড়নের একটি সিন্দি জাতের ছাগল ৮০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। আবার মহিষের ক্ষেত্রে দাম শুরু ১.৫ লাখ থেকে। ছাগলের ক্ষেত্রেও রয়েছে নানা নাম—‘রাজকন্যা’, ‘ডায়মন্ড’, ‘মিনি টারজান’ ইত্যাদি।
ঈদের এখনও কয়েকদিন বাকি। তাই হাটে ভিড় বাড়ছে প্রতিদিন। শেষ সময়ে দাম কিছুটা কমতে পারে বলে ধারণা ক্রেতাদের। তবে বিক্রেতারা এখনই ভালো বেচাবিক্রির আশায় বুঁদ।
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…
মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…
This website uses cookies.