নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের বিভিন্ন আদালতে কর্মরত ২৫২ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। পাশাপাশি, ১৩ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে নিয়োগ ও বদলি করা হয়েছে।
বিচার বিভাগীয় এই বড় রদবদলের সিদ্ধান্ত কার্যকর করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এস. গোলজার রহমানের স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে বিচারকদের বদলি ও পদোন্নতির বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন—
• জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার বিচারক: ৩০ জন
• অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার বিচারক ৩৮ জন
• যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার বিচারক ২২ জন
• সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ ও সমপদমর্যাদার বিচারক ১৬২ জন
বদলিকৃত বিচারকদের আগামী মঙ্গলবার (৩ জুন) বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করতে হবে।
একই দিনে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন সিনিয়র সহকারী জজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুসারে তৃতীয় গ্রেডের (৫৪,৩৭০ – ৭৪,৪৬০ টাকা) বেতনস্কেলে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যেও বেশ কয়েকজনকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রেও একই দিন, অর্থাৎ মঙ্গলবার (৩ জুন), দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের মধ্যে একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তাকেও একই নিয়মে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সবগুলো আদেশেই বলা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ ও আদেশ জারি করা হয়েছে।
আরো পড়ুন-
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কালোর ও জিঞ্জিরাম নদী দ্বারা…
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ…
ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান আদালতের মাধ্যমে…
জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের…
জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…
This website uses cookies.