Categories: জাতীয়

জুলাই সনদ তৈরি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্র্বতী সরকারের উদ্যোগে দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।  আলোচনার মূল লক্ষ্য, প্রথম পর্বে আলোচিত যেসব বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল, তা ঘুচিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা এবং ‘জুলাই সনদ এ আরও কিছু প্রস্তাব যুক্ত করা।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস বলেন, এই দ্বিতীয় পর্বের আলাপটা হলো, যেটুকু দূরত্ব ছিল সেটাকে ঘুচিয়ে এনে যেন আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে, তার মধ্যে আরও কিছু যুক্ত করতে পারি। তিনি এ লক্ষ্যে সব দলের অংশগ্রহণ ও আন্তরিকতাকে সাধুবাদ জানান এবং বলেন, “জাতি হিসেবে আমরা গর্বিত যে, আমরা বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐক্য গঠনের পথে হাঁটছি।

প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিনে যত মিটিং করি, সবচেয়ে আনন্দ পাই আপনাদের সঙ্গে বসার সময়। কারণ এখানেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে।” তিনি জানান, সরকার যেসব সংস্কার কার্যক্রমের দায়িত্ব পেয়েছিল, সেগুলোর প্রাথমিক ভিত্তি রচনার জন্য মোট ১২টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, যার মধ্যে প্রথমে ছিল ৬টি এবং পরে আরও ৬টি। এসব কমিশনকে ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, যদিও কয়েকটি কমিশন সময় বেশি নিয়েছে।

এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়, যেটি ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনা শুরু হয় ২০ মার্চ এবং তা শেষ হয় ১৯ মে। ২৬ মে ঐকমত্য কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথম ধাপের অগ্রগতি তুলে ধরে।

প্রথম পর্বের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে— বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ ও মেয়াদ, এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, একজন সংসদ সদস্য কতটি পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, সংবিধান সংশোধনের প্রক্রিয়া ইত্যাদি। এসব বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্য থাকলেও, অধিকাংশ দলই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে প্রস্তুত বলে জানিয়েছে কমিশন।

ড. ইউনূস জানান, দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা হবে, বিশেষ করে যেসব মৌলিক সংস্কার প্রস্তাব এখনো অমীমাংসিত রয়েছে, সেগুলোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “অনেক বিষয়েই আমরা কাছাকাছি পৌঁছেছি, আরেকটু এগোতে পারলেই নতুন কিছু সুপারিশ যুক্ত করা সম্ভব হবে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

আলোচনায় ড. ইউনূস একাধিকবার উল্লেখ করেন যে, এই উদ্যোগ শুধু রাজনৈতিক সমঝোতার চেষ্টাই নয়, বরং এটি একটি জাতীয় লক্ষ্য। তার ভাষায়, “একটি চমৎকার জুলাই সনদ তৈরি করার সুযোগ সামনে এসেছে। আশা করি আমরা সেই সফল পর্বে প্রবেশ করতে পারব।

ঐকমত্য কমিশনের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আগে একটি এবং ঈদের পরে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জুলাই মাসে একটি পূর্ণাঙ্গ ‘জুলাই সনদ’ প্রকাশের লক্ষ্যে কাজ করছে কমিশ

 

প্রলয় ডেস্ক

Recent Posts

ত্রিশালে অসহায় পরিবারের কাকরুল গাছের বাগান কেটে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরমপুর ভাটিপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সূয্যত…

4 hours ago

আইসিইউতে শেরপুর জেলা সদর হাসপাতাল, দেখার কেউ নেই

এফ এম সিফাত হাসান, শেরপুর হাসপাতালে অসুস্থ মানুষ যায় ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার জন্য।…

4 hours ago

চিলমারীর অসহায় রফিকুল পরিবারের পাশে চার সাংবাদিক

নুর মোহাম্মদ (রোকন), ভ্রাম্যমাণ এই দৃশ্য কোনো কল্পনা নয়, একেবারেই বাস্তব। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট…

4 hours ago

ময়মনসিংহে স্টেশন রোডে অবৈধ হকার উচ্ছেদ

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দেড়শ দোকান উচ্ছেদ। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে…

4 hours ago

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ী সংবাদদাতা অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক…

6 hours ago

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট)…

7 hours ago

This website uses cookies.