বুটেক্সে অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

-বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা এবং ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বুটেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোখতার আহমাদ। বিশেষ অতিধিবৃন্দের মধ্যে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি ও শিল্পী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষক মাহবুবুর রহমান, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সদস্য হাফেজ কারি ইঞ্জি.আশেক বিল্লাহ এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী মিছবাহ বিন বাশার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

সীরাত আলোচনা-২০২৪ অনুষ্ঠানটির সূচনা হয় বিকেল ৫ ঘটিকায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। এরপর বিকেল ৫:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয় হামদ-নাত পরিবেশনা। অতঃপর সন্ধ্যা ৭ ঘটিকায় সীরাত আলোচনা শুরু হয় যেখানে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক মোখতার আহমাদ।

সীরাত আলোচনায় অধ্যাপক মোখতার আহমেদ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, মানব জাতির মুক্তির দূত হিসেবে মহান আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে। তাঁর জীবন মানব জাতির মুক্তির জন্য আদর্শ। তিনি দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠান জন্য অত্যন্ত কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। মক্কার কাফেররা তাকে বারবার রক্তাক্ত করেছেন এবং হত্যা করার চেষ্টা করেছেন।

এর পরেও তিনি দমে যাননি. লক্ষ, উদ্দেশ্য এবং ব্যক্তিত্ব এই তিনটি গুণাবলির ভিত্তিতে হযরত মুহাম্মদ (সা.) মক্কা বিজয় করেন এবং সমগ্র বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেন। সর্বশেষ বলতে চই, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আমাদের হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী অনুসরণ করা আবশ্যিক।

হিউম্যানিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইসহান ইলাহী সাবিক বলেন, আয়োজনটি বেশ গোছানো ছিলো। ছাত্ররা আগ্রহের সাথে কাজ করেছে। চমৎকার, তথ্যবহুল এবং শ্রুতিমধুর আলোচনা হয়েছে। এ ধরণের আয়োজন নিয়মিতভাবে করা খুব প্রয়োজন। বর্তমানে বুদ্ধিভিত্তিক সমাজে চিন্তাশীলতার জায়গায় একটা শুণ্যতা বা অপূর্ণতা তৈরি হয়েছে। ইসলামের সমৃদ্ধ জ্ঞান, ইতিহাস চর্চার মাধ্যমে এই শূণ্যতা বহুলাংশে পূরণ হবে এবং তরুণদের চিন্তাশীলতা কে শাণিত করবে।

টেক্সটাইল মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেনটেনেন্স বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ আবদুল মুনাফ বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিল একজন মুসলমান হিসেবে ভার্সিটিতে এমন একটা প্রোগ্রাম উপভোগ করার। আলহামদুলিল্লাহ আজকে সেই আশা পূর্ণ হলো। এমন প্রোগ্রাম আমি বুটেক্সে আগে কখনো দেখিনি।

বক্তারা যখন রাসূল (সা.) এর জীবনী নিয়ে বলছিলেন তখন মহানবী (সা.) মনে হচ্ছিল মনের মাঝে ভেসে উঠতে শুরু করে। মনে হচ্ছিল মহানবী (সা.) এর অবয়ব আমার সামনে। ইসলামের জন্য মহানবী (সা.) এর ত্যাগের কথা শুনতেই চোখে পানি চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল (সা.) আদর্শে চলার তৌফিক দান করুক। এমন ইসলামিক প্রোগ্রাম সামনে আরো বড় পরিসরে করার আহ্বান জানাই।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান বলেন, আমি বুটেক্সে এধরনের অনুষ্ঠান খুব কম দেখেছি। যিনি এত ত্যাগ স্বীকার করে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সকলের উচিত সেই মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সীরাত সম্পর্কে জানা এবং তার জীবনী অনুসরণ করা। ভবিষ্যতে যাতে এধরণের অনুষ্ঠান আরও আয়োজন করা হয় সেই আশা ব্যক্ত করছি।

প্রলয় ডেস্ক

Recent Posts

মারা গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার সিম্পসন

জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন। ৮৯ বছর বয়সে সিডনিতে…

1 hour ago

গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তুতি

ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে অধিবাসীদের দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলি…

1 hour ago

না ফেরার দেশে কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেব

অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আবু তালেব আর নেই। রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ…

1 hour ago

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ…

1 hour ago

রোহিঙ্গা সংকট সমাধানে চার আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা

মনোযোগ ফেরাতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৭ আগস্ট)…

1 hour ago

বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি…

2 hours ago

This website uses cookies.